ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভেজাল ও নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহার না করায় দুই সচিবকে আইনী নোটিস

প্রকাশিত: ১১:২৪, ৭ মে ২০১৯

 ভেজাল ও নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহার না করায় দুই সচিবকে  আইনী নোটিস

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ স্ট্যান্ডার্স এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর পরীক্ষায় ৫২টি প্রতিষ্ঠানের ভেজাল ও নিম্নমানের পণ্য ধরা পড়ার পরও ওই সব পণ্য জব্দ না করা, সেগুলো বাজার থেকে প্রত্যাহারের ব্যবস্থা না নেয়া ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ না করায় দুই মন্ত্রণালয়ের সচিব ও তিন প্রতিষ্ঠানের প্রধানকে আইনী নোটিস পাঠিয়েছেন ভোক্তা অধিকার সংস্থা কনসাস কনজুমার্স সোসাইটি (সিসিএস)। সোমবার দুপুরে সংগঠনের পক্ষে এ আইনী নোটিস পাঠিয়েছেন সিসিএস এর আইন উপদেষ্টা সুপ্রীমকোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাবউদ্দিন খান।
×