ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আসামি রানা ও মামুনের স্বীকারোক্তিমূলক জবানবন্দী

প্রকাশিত: ১১:২২, ৭ মে ২০১৯

 আসামি রানা ও  মামুনের  স্বীকারোক্তিমূলক  জবানবন্দী

নিজস্ব সংবাদদাতা, ফেনী, ৬ মে ॥ ফেনীর নুসরাত হত্যা মামলার পিবিআই এর হাতে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার আসামি ইফতেখার উদ্দিন রানা ও ইমরান হোসেন মামুন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। সোমবার দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৫টা পযন্ত ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেন তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দী রেকর্ড করেন। জবানবন্দী শেষে তাদের জেলহাজাতে পাঠানোর আদেশ দেন বিচারক। তারা ঘটনার দায় স্বীকার করে তাদের ভূমিকা আদালতে প্রদান করে। এ বিষয়ে পিবিআই চট্টগ্রাম বিভাগের বিশেষ পুলিশ সুপার মোঃ ইকবাল বলেন, দুইজনই ঘটনার সময় মাদ্রাসার গেটে পাহারায় ছিল, যাতে কেউ ঘটনার সময় ভেতরে প্রবেশ করতে না পারে এবং ঘটনার পর হামলাকারীরা যাতে নিরাপদে বের হয়ে যেতে পারে। আলোচিত মামলায় এ পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও পিবিআই। এদের মধ্যে এজাহারভুক্ত ৫ জনসহ ১১ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
×