ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জিপিএ-৫ ও পাসে মেয়েরাই সেরা

প্রকাশিত: ১১:২২, ৭ মে ২০১৯

 জিপিএ-৫ ও  পাসে  মেয়েরাই সেরা

স্টাফ রিপোর্টার ॥ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ার উভয় দিক থেকে ছাত্রদের পেছনে ফেলেছে ছাত্রীরা। গতবার পাসের হারের দিক থেকে ছাত্রীরা এগিয়ে থাকলেও বেশি সংখ্যক ছাত্র জিপিএ-৫ পেয়েছিল। এবার এই দুই সূচকই দখলে নিয়ে নিয়েছে ছাত্রীরা। শিক্ষামন্ত্রী দীপু মনি সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলন করে মাধ্যমিকের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন। এ পরীক্ষায় এবার ৮২ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন। ফলাফলে দেখা যায়, এবার ছাত্রীদের পাসের হার ৮৩ দশমিক ২৮ শতাংশ। অন্যদিকে, ছাত্রদের পাসের হার ৮১ দশমিক ১৩ শতাংশ। অর্থাৎ ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার ২ দশমিক ১৫ শতাংশ বেশি। অন্যদিকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৫২ হাজার ১১০ জন ছাত্র এবং ৫৩ হাজার ৪৮৪ জন ছাত্রী। এবার ছাত্রদের চেয়ে এক হাজার ৩৭৪ বেশি ছাত্রী পূর্ণাঙ্গ জিপিএ পেয়েছে। সবমিলিয়ে ১০ লাখ ৫৯ হাজার ২৮৮ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে আট লাখ ৮২ হাজার ২২৪ জন উত্তীর্ণ হয়। অন্যদিকে ১০ লাখ ৬৮ হাজার ৫২৭ জন ছাত্র অংশ নেয় পরীক্ষায়। এর মধ্যে ৮ লাখ ৬৬ হাজার ৯৪১ জন পাস করে। আর আট বোর্ডের অধীনে এসএসসিতে এবার ১৬ লাখ ৯৪ হাজার ৬৫২ শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ৮ লাখ ২০ হাজার ৯৮০ জন ছাত্র এবং ৮ লাখ ৭৩ হাজার ৬৭২ জন ছাত্রী। পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে ৬ লাখ ৭৩ হাজার ২৬২ জন ছাত্র এবং ৭ লাখ ২৯ হাজার ৮৯৫ জন ছাত্রী পাস করেছে। আট বোর্ডের মধ্যে ছেলেদের পাসের হার ৮২.০১ শতাংশ আর মেয়েদের পাসের হার ৮৩.৫৪ শতাংশ। এদিকে আট বোর্ডের শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে তাদের মধ্যে ৯১ হাজার ৩৩ জন বিজ্ঞান বিভাগের। ব্যবসা বিভাগ থেকে দুই হাজার ৮৭ জন এবং মানবিক বিভাগ থেকে এক হাজার ৪৩৬ জন জিপিএ-৫ পেয়েছে। এদিকে, এবার উভয় অংশে মেয়েদের ভাল করার বিষয়টি নজরে এসেছে সবার। কেননা, অন্যান্য বছর জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে গেলে পাসের দিক দিয়ে ছেলেরা এগিয়ে থাকে। আবার জিপিএ-৫ এ ছেলেরা এগিয়ে থাকলে মেয়েরা পাসের ক্ষেত্রে এগিয়ে থাকত। এবার উভয় অংশে ছেলেদের পেছনে ফেলে অভিনন্দনে ভাসছে মেয়েরা। ফলাফলে এমনভাবে এগিয়ে যাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন ভিকারুন নিসা স্কুলের এক শিক্ষার্থী। তিনি বলেন, মেয়েরা এবার সব ক্ষেত্রেই ভাল করেছে। আমাদের শিক্ষকরা আমাদের অনেক প্রশংসা করেছে। স্কুলের এক অভিভাবক জানান, মেয়েদের এই সাফল্য সবসময়ই বজায় থাকুক আমরা চাই। সেই সঙ্গে ছেলেরাও আমাদেরই সন্তান। তারা আরও মনোযোগী হোক। আরও বেশি প্রতিযোগিতা হোক। ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস নিজ কার্যালয়ে জানান, শিক্ষার্থীদের পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার হার দুটোই কমেছে। তবে সংখ্যার ভিত্তিতে পাস ও জিপিএ-৫ বেড়েছে। পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার হার কমলেও অসন্তুষ্ট নন তিনি। তিনি বলেন, ফলাফল তো একটু এদিক ওদিক হবেই। সামনে আমরা আরও ভাল করব বলে আশা করছি। এটাকে আমরা কোন ব্যর্থতা মনে করছি না। ভালই করেছি বলে মনে করছি। যারা পরীক্ষা দিয়েছে তাদের গড় নম্বরটা ভাল। দেশের ফলাফলে সার্বিকভাবে মেয়েদের এগিয়ে থাকার বিষয়টাকেও বেশ প্রশংসা করেন। বিভিন্ন স্কুলে মেয়েদের ঢাক ঢোল বাধ্যযন্ত্র নিয়ে উচ্ছ্বাস করতে দেখা গেছে। সারাদেশের ফলাফলে মেয়েরা এগিয়ে থাকার কারণে উচ্ছ্বাসটাও ছিল একটু বেশি।
×