ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধরা খেয়ে জেলে ভুয়া নারী আইনজীবী

প্রকাশিত: ১১:১২, ৭ মে ২০১৯

 ধরা খেয়ে জেলে ভুয়া নারী  আইনজীবী

কোর্ট রিপোর্টার ॥ পাঁচ বছর শিক্ষানবিশ আইনজীবী এবং দুই বছর আইনজীবী হিসেবে কাজ করেছেন উচ্চ মাধ্যমিক পাস এমন এক নারীকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম দেব দাস চন্দ্র অধিকারী এ আদেশ দেন। মামলা দায়েরের পর তাকে কারাগারে পাঠানোর আবেদন করেছিলেন ঢাকা সিএমএম আদালতে হাজির করেন কোতোয়ালি থানার এসআই মোহাম্মাদ মোবারক হুসেন ভূঞা। মামলার অভিযোগে বলা হয়, রাজধানী ঢাকার ধানমণ্ডির বাসিন্দা রিমি জাহান (২৯) সুফিয়া খানম রিমি (মৌ) নাম ধারণ করে অন্য আইনজীবীর সদস্য নম্বর ব্যবহার করে আইনজীবীর জাল পরিচয়পত্র তৈরি করে। এরপর সে বিচারপ্রার্থী নিরীহ জনগণের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাত করে আসছিল।
×