ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে পুলিশ সোর্সকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১০:৫৯, ৭ মে ২০১৯

 রাজধানীতে পুলিশ সোর্সকে  কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর রামপুরায় এক পুলিশ সোর্সকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এদিকে পুরান ঢাকার সূত্রাপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক কাঁচামাল বিক্রেতার মৃত্যু হয়েছে। অন্যদিকে যাত্রাবাড়ী এলাকায় লবণ বোঝাই একটি কাভার্ডভ্যান থেকে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর রামপুরার জামতলা এলাকায় রাসেল (১৯) নামে এক পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার রাত আড়াইটার দিকে ওই এলাকা থেকে রাসেলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তার স্বজনরা। পরে সেখান থেকে তাকে সোমবার ভোর ৪টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাসেল পূর্ব রামপুরার জামতলার ৩১২/৩৬ নম্বর বাসায় থাকত। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুদ্দুস ফকির জানান, পূর্ব শত্রুতার জের ধরে তার পরিচিত স্বপন নামে এক তরুণ রবিবার রাত ২টায় মোবাইল ফোনের মাধ্যমে রাসেলকে ডেকে নিয়ে যায়। পরে স্বপনসহ তার লোকজন ইউনুস কমিশনারের বাড়ির সামনে রাসেলকে নিয়ে ছুরি ও চাপাতি দিয়ে পিঠে, হাতে ও পাঁজরে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে রাসেলকে গুরুতর আহতাবস্থায় ঢামেক হাসপাতালে আনলে তার মৃত্যু হয়। পরে তার লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ওসি জানান, নিহত যুবক পুলিশের সোর্স হিসেবে কাজ করত। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। তিনি জানান, খুনী স্বপনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আর নিহত রাসেলও মাদক কেনাবেচায় জড়িত ছিল। ধারণা করা হচ্ছে, মাদক কারবার নিয়ে বিরোধ জের থেকে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। বিদ্যুতস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু ॥ পুরান ঢাকার সূত্রাপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে সুজন মিয়া (৩৫) নামে এক কাঁচামাল বিক্রেতার মৃত্যু হয়েছে। নিহতের ভাই খোরশেদ মিয়া জানান, নিহত সুজন স্ত্রী ও এক সন্তানকে নিয়ে কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় বসবাস করতেন। সেখানেই তিনি কাঁচামাল বিক্রি করতেন। তিনি জানান, সোমবার ভোর ৬টার দিকে কাঁচামাল কিনতে বাসা থেকে বের হয়ে পুরান ঢাকার শ্যামবাজারে পাইকারি বাজারে যায় সুজন। সেখানে বাজারের একটি দোকানের পাশের বৈদ্যুতিক খুঁটিতে হাত দেয়ার সঙ্গে সঙ্গেই সুজন বিদ্যুতস্পৃষ্ট হন। পরে ঘটনাস্থলেই তাকে প্রাথমিক চিকিৎসা দেন তার সহকর্মীরা। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ॥ রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় লবণবোঝাই একটি কাভার্ডভ্যান থেকে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছে কাভার্ডভ্যান চালক মোঃ হুমায়ন কবির (৩৬) ও হেলপার মোঃ রুহুল আমিন (২৬)। তাদের গ্রামের বাড়ি ঢাকার ধামরাইয়ে।
×