ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেত্রকোনার পিপি অপসারণে হাইকোর্টের রায় বহাল

প্রকাশিত: ০৯:৩২, ৭ মে ২০১৯

নেত্রকোনার পিপি অপসারণে হাইকোর্টের রায় বহাল

স্টাফ রিপোর্টার ॥ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত (পরে রাষ্ট্রপতির মার্জনা প্রাপ্ত) গোলাম মোহাম্মদ খান পাঠান বিমলকে নেত্রকোনার পাবলিক প্রসিকিউটর (পিপি) পদ থেকে অপসারণে হাইকোর্ট যে রায় দিয়েছিল তা বহাল রেখেছে আপীল বিভাগ। এদিকে স্ত্রী হত্যার অভিযোগে করা মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর সোলাইমান মিয়ার জামিন স্থগিত করে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে আপীল বিভাগ। অপরদিকে বাগেরহাটের মোরেলগঞ্জের একটি জোড়া খুন মামলার তদন্ত কর্মকর্তা ঠাকুর দাস ম-লকে তলব করেছে হাইকোর্ট। সোমবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশগুলো প্রদান করেছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত (পরে রাষ্ট্রপতির মার্জনা প্রাপ্ত) গোলাম মোহাম্মদ খান পাঠান বিমলকে নেত্রকোনার পাবলিক প্রসিকিউটর (পিপি) পদ থেকে অপসারণে হাইকোর্ট যে রায় দিয়েছিল তা বহাল রেখেছে আপীল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিমলের করা লিভ টু আপীল খারিজ করে সোমবার এই রায় দেয় বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন তিন বিচারপতির আপীল বেঞ্চ। আদালতে বিমলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল, এ এম আমিন উদ্দিন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান ও আইনজীবী মোহাম্মদ হোসেন।
×