ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সেবার আদর্শে উজ্জীবিত হয়ে রোগীর সেবা করার আহ্বান

প্রকাশিত: ০৯:৩১, ৭ মে ২০১৯

সেবার আদর্শে উজ্জীবিত হয়ে রোগীর সেবা করার আহ্বান

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া বলেছেন, মানবসেবার পথিকৃৎ, আধুনিক নার্সিংয়ের প্রবর্তক মহীয়সী নারী ফ্লোরেন্স নাইটিংগেলের ত্যাগ ও সেবার আদর্শে উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আসা রোগীদের সেবা প্রদান করুন। যাতে এখান থেকে সেবা গ্রহণ করে রোগী সুস্থ হয়ে সন্তুষ্টি নিয়ে বাড়ি ফিরতে পারেন। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের সামনে থেকে বিশ্ব নার্স দিবসকে (১২ মে) সামনে রেখে বের হওয়া র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে নার্সদের উদ্দেশে তিনি এ কথা বলেন। বণার্ঢ্য র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। দিবসটি উপলক্ষে র‌্যালি ছাড়াও এ বিশ্ববিদ্যালয়ে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। -বিজ্ঞপ্তি
×