ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঢাবি-বিমরাড সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশিত: ০৯:৩০, ৭ মে ২০১৯

 ঢাবি-বিমরাড সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান’র কার্যালয়ে রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিটাইম রিসার্চ এ্যান্ড ডেভেলপমেন্ট (বিমরাড)-এর মধ্যে বহু প্রত্যাশিত একটি সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়। এর আওতায় সমুদ্র অর্থনীতি (ব্লু ইকোনমি) সংক্রান্ত যাবতীয় গবেষণা এবং গণসচেতনতা সৃষ্টিতে উভয় প্রতিষ্ঠান সম্মিলিতভাবে কাজ করবে। স্মারক স্বাক্ষরের ফলে উভয় প্রতিষ্ঠানের ভেতর প্রাতিষ্ঠানিক সহযোগিতাও বাড়বে। এখন থেকে যৌথভাবে গবেষণা, কনফারেন্স, সেমিনার ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করারও আনুষ্ঠানিক ক্ষেত্র তৈরি হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স¥ারকে স্বাক্ষর করেন ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ কামাল উদ্দিন এবং বিমরাডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক কমোডর কাজী এমদাদুল হক, বিএসপি, এনডিইউ, পিএসসি, বিএন (অব)। উপাচার্য আশা প্রকাশ করেন এই স্বাক্ষরের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিমরাড উভয় প্রতিষ্ঠানের গবেষণা কার্যক্রমে গতি আসবে এবং টেকসই সুনীল অর্থনীতি নিশ্চিতে পারস্পরিক সহযোগিতার দ্বার উন্মোচিত হবে। বিমরাড-এর মহাপরিচালক বলেন, এটি বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান ও সংশ্লিষ্ট বিভাগসমূহের সঙ্গে বিমরাডের সহযোগিতার ভিত্তিতে গবেষণা কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল (ডিন, আর্থ এ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ), অধ্যাপক ড. শিবলী রুবায়েত উল-ইসলাম (ডিন, ব্যবসায় শিক্ষা অনুষদ), অধ্যাপক ড. সাদেকা হালিম (ডিন, সমাজবিজ্ঞান অনুষদ), অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ), মোঃ জুবায়ের আলম (চেয়ারম্যান, সমুদ্রবিজ্ঞান বিভাগ), রিয়ার এডমিরাল এ এস এম এ আওয়াল, ওএসপি, এনডিসি, পিএসসি (অব) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিমরাডের অন্য কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, বিমরাড সমুদ্র বিষয়ক বিভিন্ন ইস্যু নিয়ে গবেষণা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানাবিধ কার্যক্রম চালিয়ে আসছে। -বিজ্ঞপ্তি
×