ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঢাবি মেডিক্যালের ওষুধ নীলক্ষেতে বিক্রি হচ্ছে

প্রকাশিত: ০৯:২৯, ৭ মে ২০১৯

 ঢাবি মেডিক্যালের  ওষুধ নীলক্ষেতে  বিক্রি হচ্ছে

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের ওষুধ বিক্রির দায়ে রাজধানীর নীলক্ষেতে মামুন ফার্মেসির মালিক হানিফকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য হানিফকে সোমবার দুপুরে শাহবাগ থানায় পাঠানো হয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের ওষুধ কিভাবে, কেন বাইরের ফার্মেসিতে যায় তা খতিয়ে দেখতে প্রধান মেডিক্যাল অফিসারকে আহ্বায়ক করে তদন্ত কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী। তিনি বলেন, তথ্যের সত্যতা জানতে পেরে তাদের প্রক্টর অফিসে নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত বলেন, কয়েকদিন আগে থেকেই নীলক্ষেতের মামুন ফার্মেসিতে আমাদের মেডিক্যালের ওষুধ বিক্রি হয় এমন খবর পাই। তথ্যমতে সেই ফার্মেসিতে গিয়ে ‘জিফ্লক্স-৫০০’ ওষুধ চাইলে মালিক বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের সিলমারা ওষুধ দেয়। এই ওষুধ কোথায় পেয়েছেন জানতে চাইলে তিনি প্রথমে ক্ষমা চান। পরে তাকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টার ও প্রক্টর অফিসে নিয়ে যাই। এ বিষয়ে মেডিক্যালের প্রধান অফিসার ডাঃ সারওয়ার জাহান মুক্তাফী বলেন, নীলক্ষেতের ফার্মেসিতে ওষুধ পাওয়ার ঘটনাটি শুনেছি। তথ্যের সত্যতা যাচাইয়ে আমরা তদন্ত কমিটি গঠন করেছি। এছাড়া মেডিক্যাল বোর্ড আছে। কার মাধ্যমে ওষুধ বাইরে যায় তা খতিয়ে দেখা হবে।
×