ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আমাদের সমাজ আমাদের জনগণ জঙ্গীদের আশ্রয় প্র্রশ্রয় দেয় না ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৯:২৯, ৭ মে ২০১৯

 আমাদের সমাজ  আমাদের জনগণ জঙ্গীদের আশ্রয়  প্র্রশ্রয় দেয় না ॥  স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ৬ মে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, হতাশাগ্রস্ত প্রকৃত সন্ত্রাসীরাই জঙ্গীরূপে নতুনভাবে আবির্ভূত হয়েছে। আমাদের সমাজ আমাদের জনগণ জঙ্গীদের আশ্রয় প্রশ্রয় দেয় না। সোমবার দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতরে মাদকদ্রব্য ধ্বংস করা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ওই মন্তব্য করেন। তিনি আরও বলেন, বাংলাদেশে জঙ্গীবাদের কোন স্থান নেই। জঙ্গীবাদ দমনে আইনশৃঙ্খলা বাহিনী দক্ষতার সঙ্গে কাজ করছে। মাদকদ্রব্য নির্মূলের বিষয়ে মন্ত্রী বলেন, দেশ থেকে মাদক নিমর্ূূলে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। যারা আত্মসমর্পণ করবে, তাদের বিষয়ে সরকার সহযোগিতা দেবে, যারা করবে না তাদের বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়াদ্দার ছেলুন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, বিজিবি মহাপরিচালক সাফিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে ভারতীয় মদসহ বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
×