ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আহসান উল্লাহ মাস্টারের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ০৯:২৮, ৭ মে ২০১৯

  আহসান উল্লাহ  মাস্টারের  মৃত্যুবার্ষিকী  আজ

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ৬ মে ॥ প্রখ্যাত শ্রমিক নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি’র ১৫তম শাহাদাৎ বার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষে টঙ্গী, গাজীপুরে যথাযথ মার্যাদায় শহীদ আহসান উল্লাহ মাস্টারের মৃত্যুবার্ষিকী পালনে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো। এছাড়া দেশব্যাপীও পালিত হবে শহীদ আহসান উল্লাহ মাস্টারের মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে টঙ্গী ও গাজীপুরে কর্মসূচীর মধ্যে রয়েছে সকালে শহীদের গ্রামের বাড়ি গাজীপুরের হায়দ্রাবাদ গ্রামে মরহুমের মাজার জিয়ারত ও কোরানখানি মাধ্যমে শুরু হবে দিনের কর্মসূচী। সারা দিনব্যাপী চলবে এ অনুষ্ঠান। টঙ্গীর নোয়াগাঁও স্কুল মাঠে শহীদের শহীদবেদিতে থাকবে পুষ্পার্ঘ্য অর্পণ। টঙ্গী ও গাজীপুরে আওয়ামী লীগ কার্যালয়ে ও মরহুমের হায়দ্রাবাদ গ্রামের মাজারে রয়েছে কোরানখানি, শোক ও জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা শেষে ইফতার মাহফিলের আয়োজন। এসব অনুষ্ঠানে শহীদ আহসান উল্লাহ মাস্টারের পুত্র যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপিসহ মন্ত্রিসভার অন্য সদস্য ও আওয়ামী লীগের এমপি ও নেতাকর্মীরা বক্তব্য রাখবেন। টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক ও সাধারণ সম্পাদক রজব আলী জনকণ্ঠকে জানান, শহীদ আহসান উল্লাহ মাস্টারের মৃত্যুবার্ষিকী পালনে টঙ্গী ও গাজীপুরে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। এদিকে আওয়ামী লীগ নেতা মতিউর রহমান মতি ও বিকম মতি জানিয়েছেন, এ মহান নেতার মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনে বিভিন্ন কর্মসূচী নেয়া হয়েছে। এদিকে শহীদ আহসান উল্লাহ মাস্টারের পুত্র যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি তার বাবার মৃত্যুবার্ষিকীতে সকলকে রুহের মাহফিরাতে দোয়া করার আহ্বান জানিয়েছেন।
×