ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আগুন ধরে যাওয়া রুশ বিমানের জরুরী অবতরণ, ১৩ আরোহীর মৃত্যু

প্রকাশিত: ১৩:৫০, ৬ মে ২০১৯

  আগুন ধরে যাওয়া রুশ বিমানের  জরুরী অবতরণ, ১৩ আরোহীর মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান রবিবার যাত্রা শুরুর পর আগুন ধরে যাওয়ায় মস্কো বিমানবন্দরে জরুরী অবতরণ করতে বাধ্য হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে এ্যারোফ্লোট এয়ারলাইন্সের জ্বলন্ত বিমানটি থেকে জরুরী নির্গমণ পথ ব্যবহার করে আরোহীরা বের হয়ে আসছেন। বিমানটিতে ৭৮ জন আরোহী ছিলেন। এই ঘটনায় অন্তত একজন আরোহী মারা গেছেন। খবর তাসের। দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। তবে কর্তৃপক্ষ এখনও হতাহতের বিষয়ে কোন তথ্য জানায়নি। সুখোই সুপারজেট-১০০ বিমানটি বিকেল সাড়ে পাঁচটায় যাত্রা শুরু করে। মস্কো থেকে রাশিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় শহর মুরমানস্কে যাওয়ার কথা ছিল। বিমানটিতে কেন আগুন ধরেছে তা এখনও পরিষ্কার নয়। মস্কোর শেরেমিয়েতোবো বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিপদে পড়ার সংকেত পাঠায় বিমানটির কর্মীরা। দ্বিতীয়বারের চেষ্টায় প্লেনটি অবতরণ করতে সক্ষম হয়।
×