ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পলাতক জিয়ার সম্পত্তি ক্রোকের নির্দেশ

প্রকাশিত: ১৩:৪৮, ৬ মে ২০১৯

 পলাতক জিয়ার  সম্পত্তি ক্রোকের  নির্দেশ

বিডিনিউজ ॥ পলাতক মেজর জিয়ার সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। সেনাবাহিনীতে ব্যর্থ অভ্যুত্থানচেষ্টার পর পালিয়ে জঙ্গীনেতার খাতায় নাম লেখানো সৈয়দ জিয়াকে দীর্ঘদিন ধরে খুঁজলেও এখনও পায়নি আইনশৃঙ্খলা বাহিনী। পলাতক জিয়া আনসারুল্লাহ বাংলাটিমের সামরিক শাখার প্রধান বলে গোয়েন্দা কর্মকর্তাদের দাবি। ২০১৬ সালে গুলশান হামলার পর তাকে ধরিয়ে দিতে ২০ লাখ টাকা পুরস্কারও ঘোষণা হয়েছিল। লেখক অভিজিৎ রায় হত্যা মামলার অভিযোগপত্রে ছয় আসামির মধ্যে জিয়াসহ দুজন পলাতক। পুলিশ অভিযোগপত্র দেয়ার পর ১১ এপ্রিল ওই দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল। রবিবার একই আদালতের বিচারক মোঃ মজিবুর রহমান পলাতক জিয়াসহ দুই আসামির সম্পত্তি ও মালামাল ক্রোকের আদেশ দেন বলে ট্রাইব্যুনালের সেরেস্তা সহকারী (দাফতরিক কর্মকর্তা) রুহুল আমিন জানিয়েছেন। তিনি বলেন, ‘ক্রোকের এবং বিজ্ঞপ্তি প্রকাশে আইনে এক মাস সময় নির্ধারণ করা আছে। যে জন্য তারিখ এগোনো যায়নি। এ মামলার তারিখ দ্রুত পড়বে।’
×