ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রস্তুতি ম্যাচে হারল বাংলাদেশ

প্রকাশিত: ১৩:২২, ৬ মে ২০১৯

 প্রস্তুতি ম্যাচে  হারল  বাংলাদেশ

মিথুন আশরাফ ॥ আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে খেলতে নামার আগে বড় ধাক্কাই খেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজের মিশন শুরু করবে মাশরাফি বাহিনী। এর আগে রবিবার আয়ারল্যান্ড উলভসের কাছে প্রস্তুতি ম্যাচে ৮৮ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বোলিং-ব্যাটিং দুই বিভাগেই ব্যর্থতা মিলেছে। ডাবলিনের দ্য হিলস ক্রিকেট ক্লাব মাঠে অনুষ্ঠিত এ ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিং করে আয়ারল্যান্ড উলভস। যে দলটি হচ্ছে আয়ারল্যান্ডের ‘এ’ দল। জেমস ম্যাককলামের ১০২ রানের অসাধারণ ইনিংসের সঙ্গে সিমি সিংয়ের ৯১ রানের ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৫০ ওভারে ৩০৭ রান করে আয়ারল্যান্ড উলভস। ম্যাচটিতে পেসার তাসকিন আহমেদ সবচেয়ে বেশি ৩ উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে ২১৯ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। ৪২.৪ ওভারেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। সাকিব আল হাসান সর্বোচ্চ ৫৪ রান করতে পারেন। মাহমুদুল্লাহ রিয়াদ করেন ৩৭ রান। ত্রিদেশীয় সিরিজে খেলার জন্য ১৯ ক্রিকেটার রয়েছেন। মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল খান, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু জায়েদ চৌধুরী রাহী, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান রুম্মন, ইয়াসির আলি চৌধুরী, নাঈম হাসান, তাসকিন আহমেদ ও ফরহাদ রেজা। মঙ্গলবার থেকে ত্রিদেশীয় সিরিজের মিশনে নামবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে ফল যেমনই হোক এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজের মিশন শুরু করুক বাংলাদেশ, সেই প্রত্যাশায়ই আছে। তবে আশার কথা, প্রায় ৫ মাস জাতীয় দলের বাইরে থেকে যখন খেলতে নামলেন সাকিব, বল হাতে ১০ ওভারে ৩০ রান দিয়ে ১ উইকেট নেয়ার পর ব্যাট হাতে ৫৪ রানের ইনিংসও উপহার দিলেন। তার এমন নৈপুণ্য দলকে আশা দেখাচ্ছে। প্রস্তুতি ম্যাচের হার ভুলে এখন ত্রিদেশীয় সিরিজের সূচনা শুভ হলেই হয়। স্কোর ॥ আয়ারল্যান্ড উলভস ইনিংস ৩০৭/৮; ৫০ ওভার (ম্যাককলাম ১০২, সিমি ৯১, ক্যান ২৭*; তাসকিন ৩/৬৬, রুবেল ২/৬৩, সাকিব ১/৩০)। বাংলাদেশ ইনিংস ২১৯/১০; ৪২.৪ ওভার (তামিম ২১, লিটন ২৬, সাকিব ৫৪, মুশফিক ১১, মিঠুন ১৩, মাহমুদুল্লাহ ৩৭, সাব্বির ০, মিরাজ ৬, ফরহাদ ১৫, তাসকিন ১৪, রুবেল ২*; সিমি ৪/৫১)। ফল ॥ বাংলাদেশ ৮৮ রানে পরাজিত।
×