ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাদ্রিদে ইতিহাসের পেছনে ছুটছেন কেভিতোভা

প্রকাশিত: ১২:১৬, ৬ মে ২০১৯

 মাদ্রিদে ইতিহাসের পেছনে ছুটছেন কেভিতোভা

স্পোর্টস রিপোর্টার ॥ মাদ্রিদ ওপেন শুরুর আগে পেত্রা কেভিতোভা বলেছিলেন, এই আসরটি তার কাছে প্রায় গ্র্যান্ডস্লামের মতোই মনে হয়। কারণ এই আসরটিতে বিশ্বের সেরা খেলোয়াড়রা যেমন অংশ নেন, তেমনি উঠতি তারকাদেরও ভিড় থাকে। আরেকটি বিশেষ কারণেও চেক প্রজাতন্ত্রের এ ২৯ বছর বয়সী তারকার কাছে এবারের মাদ্রিদ ওপেনটি ভিন্ন স্বাদের। গত আসরে চ্যাম্পিয়ন হওয়া কেভিতোভা এবার এখানে শিরোপা ধরে রাখতে পারলে প্রথম নারী হিসেবে কোন একটি প্রিমিয়ার ম্যান্ডেটরি ডব্লিউটিএ আসর চারবার জেতার রেকর্ড গড়বেন। সেই ইতিহাস গড়ার লক্ষ্যেই হয়তো নেমেছেন র‌্যাঙ্কিংয়ে সম্প্রতিই দুই নম্বরে উঠে আসা কেভিতোভা। প্রথম রাউন্ডে তিনি যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিনকে ৬-১, ৬-৪ সেটে বিধ্বস্ত করেছেন। জিতেছেন বিশ্বসেরা নাওমি ওসাকাও। এছাড়া দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা, ক্রিস্টিনা মাদেনোভিচ, জেলেনা অস্টাপেঙ্কো, সভেতলানা কুজনেতসোভা, বেলিন্ডা বেনচিচ, এ্যাশলেই বার্টি ও আনাস্তাসিয়া সেবাস্তোভা। তবে বিদায় নিয়েছেন আরিনা সাবালেঙ্কা, গারবিন মুগুরুজা, ম্যাডিসন কিস, এলিনা সিতোলিনা ও এ্যানেট কন্টাভেইটের মতো খেলোয়াড়রা। এ বছরটা দুর্দান্ত কাটছে চেক তরুণী কেভিতোভার। এ বছরে তিনি ছাড়া আর কোন মহিলা টেনিস তারকা দুইটি ডব্লিউটিএ জিততে পারেননি। তিন থেকে দুইয়ে উঠে এসেছেন সম্প্রতিই ক্যারিয়ারের প্রথম পোরশে গ্রাঁ প্রিঁ শিরোপা গত সপ্তাহে জিতে। গতবার মাদ্রিদে শিরোপা জিতেছিলেন তৃতীয়বারের মতো। এবার আরও দুরন্ত হয়েই নামবেন অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে এটা নিশ্চিত। কারণ একটি ইতিহাস হাতছানি দিচ্ছে। প্রথম পর্যায়ের কোন নির্দিষ্ট একটি ডব্লিউটিএ আসরে এর আগে কোন মহিলা টেনিস তারকা চারটি শিরোপা জিততে পারেননি। কিন্তু কেভিতোভা এবার শিরোপা ধরে রাখতে পারলে সেই নতুন ইতিহাস গড়বেন। সে জন্য টানা ৬ ম্যাচ জিততে হবে। এ জন্যই এবার মাদ্রিদে নামার আগে তিনি বলেছেন, আটদিনে টানা ৬ ম্যাচ জেতা! এটা প্রায় গ্র্যান্ডস্লামের মতোই ব্যাপার। সবেমাত্র ক্লে-কোর্ট মৌসুম শুরু হয়েছে, তাই কেউ জানে না কি ঘটবে। তবে কেভিতোভার শুরুটা দারুণ হয়েছে। তিনি প্রথম রাউন্ডে কোন পাত্তাই দেননি কেনিনকে। ৬-১, ৬-৪ সেটের দুর্দান্ত জয়ের পর দ্বিতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ হবেন ফ্রান্সের মাদেনোভিচ। ফরাসী তরুণী মাদেনোভিচ প্রথম রাউন্ডে হারিয়েছেন চেক তারকা স্ট্রাইকোভাকে।
×