ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শচীনপুত্রের মূল্য পাঁচ লাখ রুপী

প্রকাশিত: ১২:১৩, ৬ মে ২০১৯

 শচীনপুত্রের মূল্য পাঁচ লাখ রুপী

স্পোর্টস রিপোর্টার ॥ বিখ্যাত বাবার সন্তান বলে একটু বেশিই আলোচনায় অর্জুন টেন্ডুলকর। তবে নিজের ক্রিকেটীয় প্রতিভার গুণেই এগিয়ে যাচ্ছেন শচীনপুত্র। মুম্বাই টি২০ লীগের নিলামে সর্বোচ্চ ৫ লাখ রুপীতে তাকে কিনে নিয়েছে আকাশ টাইগার্স মুম্বাই নামক স্থানীয় ফ্র্যাঞ্চাইজি। বাঁ-হাতি পেস বোলিং অলরাউন্ডারের ভিত্তিমূল্য ছিল ১ লাখ ডলার। আর টুর্নামেন্টের নিলামের নিয়ম অনুযায়ী কোন ক্রিকেটারকে ৫ লাখের বেশি দেয়ার সুযোগ নেই। এরই মধ্যে ভারত অনুর্ধ-১৯ দলের হয়ে আন-অফিসিয়াল টেস্ট খেলা অর্জুনকে নিয়ে ফ্রাঞ্চাইজিগুলোর মধ্যে বেশ কাড়াকাড়ি পড়ে গিয়েছিল। মুম্বাইর স্থানীয় টুর্নামেন্ট হলেও এখানে আইপিএল ও জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করা অনেক ক্রিকেটার রয়েছেন। তার মধ্যে নিলামের আগেই সূর্যকুমার যাদব, আকাশ পারকার, শিবাম দুবে, শিদ্ধের লাড, পৃথ্বি শ, শ্রেুয়াস আইয়ার, তুষার দেশপান্ডের মতো খেলোয়াড়দের নিজেদের দলে রেখে দেয় ফ্র্যাঞ্চাইজিরা। এছাড়া আদিত্য তারে, সরফরাজ খান, ধাওয়াল কুলকার্নি এবং শামস মুলানিকে নিয়ে নেয় নতুন দুই দল। আগামী ১৪ মে থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে অর্জুন টেন্ডুলকর ছাড়াও সুজিত নায়েকের মূল্যও গিয়ে ঠেকেছে ৫ লাখে। এ টুর্নামেন্টের প্রধান শুভেচ্ছা দূত কিন্তু অর্জুনের বাবা শচীন টেন্ডুলকর।
×