ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাগুরায় ধান কাটা শ্রমিকদের জমজমাট ‘কামলার হাট’

প্রকাশিত: ১২:০৬, ৬ মে ২০১৯

 মাগুরায় ধান কাটা শ্রমিকদের জমজমাট ‘কামলার হাট’

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ ইরি-বোরো ধান কাটা শ্রমিকের জমজমাট কামলার হাট বসেছে মাগুরায়। এখান থেকে যার যে কয়জন শ্রমিকের প্রয়োজন তাদের নিয়ে যাচ্ছেন। দৈনিক তিনবেলা খাবারসহ একজন শ্রমিকের মজুরি ৬শ’ টাকা থেকে ৭৫০ টাকা। রাতে থাকার ব্যবস্থাও করা হয়। শত শত কামলার পদচারণায় মুখোরিত হয়ে উঠেছে। জানা গেছে, মাগুরা জেলার সর্বত্র চলতি মৌসুমে ইরি-বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। বর্তমানে ধান কাটতে ব্যস্ত সময় পার করছে কৃষক। ফলে এক মুহূর্ত বসার সময় নেই কৃষকের হাতে। কৃষক চিন্তিত শিলা বৃষ্টি ও ঝড় নিয়ে। সেজন্য কাটা ধান বাড়িতে আনতে ব্যস্ত কৃষক। এজন্য কৃষি শ্রমিকের মজুরি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। দৈনিক তিনবেলা খাবারসহ প্রতিদিন একজন শ্রমিকের মজুরি ৬শ’ টাকা থেকে ৭৫০ টাকা অথচ প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৬শ’ টাকা থেকে ৬৫০ টাকা। ফলে এক মণ ধান বিক্রি করে একজন শ্রমিকের মজুরি হচ্ছে না। মাগুরার নতুন বাজার হাটে সপ্তাহে দুই দিন রবিবার ও বৃহস্পতিবার কামলার হাট বসে। দেশের বিভিন্ন এলাকা থেকে শত শত কামলা আসেন কাজের আশায়। রাতে তাদের থাকার ব্যবস্থা করে ক্রেতা। ধান কাটার মৌসুমে কামলার হাট জমজমাট হয়ে ওঠে।
×