ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেয়ারবাজারে চার মাসে সর্বোচ্চ সূচক বৃদ্ধি

প্রকাশিত: ১০:৫৮, ৬ মে ২০১৯

শেয়ারবাজারে চার মাসে সর্বোচ্চ সূচক বৃদ্ধি

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা ১২ সপ্তাহের দরপতন শেষে বৃহস্পতিবারের মতো রবিবারও বড় উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০৮ পয়েন্ট বেড়েছে। অর্থাৎ সেখানকার সার্বিক সূচক আগের দিনের চেয়ে প্রায় ২ শতাংশ বেশি বেড়েছে। যা ডিএসইতে চার মাসের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে। অন্যদিকে সূচকের বৃদ্ধির পাশাপাশি দিনটিতে উভয় বাজারেই বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সব সূচক বেড়েছে। একইসঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। টাকার পরিমাণে লেনদেনও আগের দিন থেকে বেড়েছে। বাজার পর্যালোচনায় জানা গেছে, সকাল থেকেই ডিএসইর ডিএসইএক্স বা প্রধান সূচকটির বড় ধরনের উত্থানের আভাস দিচ্ছিল। সারাদিনের উত্থান শেষে সার্বিক সূচকটি আগের দিনের চেয়ে ১০৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৯৫ পয়েন্টে। যা বিগত ১ বছর ১ মাস ৪ দিন বা ২৬২ কার্যদিবসের মধ্যে যেকোন দিনের তুলনায় সর্বোচ্চ উত্থান। এর আগে সর্বশেষ ২০১৯ সালের ৮ জানুয়ারি রবিবারে চেয়ে সূচক বেশি বেড়েছিল। ওইদিন ডিএসইএক্স বেড়েছিল ১১৬ পয়েন্ট। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৪০ ও ১ হাজার ৯০১ পয়েন্টে। এদিন ডিএসইতে ৫৩৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৭৫ কোটি ২৯ লাখ টাকার। এই হিসাবে লেনদেন বেড়েছে ৬০ কোটি টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৫টি কোম্পানির মধ্যে ২৯২টি বা ৮৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ৩৮টি বা ১১ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি বা ৪ শতাংশ কোম্পানির। টাকার অংকে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের। এদিন কোম্পানির ১৯ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল টিউবের ১৭ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং ১৩ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ। সার্বিক লেনদেনে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- মুন্নু সিরামিক, ইউনাইটেড পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ন্যাশনাল পলিমার, জেনেক্স ইনফোসিস, একটিভ ফাইন এবং এস্কয়্যার নিট কম্পোজিট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫০৩ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৫৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২১৭টির, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির দর। সেখানে ২৮ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
×