ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বগুড়া জেলা বিএনপি বিলুপ্ত

প্রকাশিত: ১০:২৮, ৬ মে ২০১৯

  বগুড়া জেলা  বিএনপি  বিলুপ্ত

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় বিএনপিতে গৃহদাহ। হাইকমান্ডের নির্দেশে পুনর্গঠন নিয়ে দুই পক্ষ দুই মেরুতে। বিবাদ লেগেছে অনেক আগেই। বিপর্যয়ে এখন বিভাজন রেখা স্পষ্ট। শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয় থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বার্তায় সাফ জানিয়েছেন, বগুড়ার বিএনপির জেলা কমিটি বিলুপ্ত করে দিলেন। বার্তায় নতুন আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ ছিল। কিন্তু এর আগেই গেল ২৯ এপ্রিল সকালে বর্তমান বিলুপ্ত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সাইফুল ইসলাম ও জয়নাল আবেদিন চাঁন আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক হয়ে কমিটি গঠন করেছেন। সঙ্গে আছে ৪৫ সদস্য। ক্ষোভের আগুনে জ্বলে ওঠা আরেকটি পক্ষ (যার মধ্যে দলের ত্যাগী সিনিয়র নেতারা আছেন) সন্ধ্যায় পাল্টা আহ্বায়ক কমিটি গঠন করে অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠালেন। এই কমিটির সদস্য ৩৫ জন। সংবাদ সম্মেলন করে জানালেন প্রস্তাাবিত এই কমিটি কেন্দ্রের নির্দেশ মতোই গঠিত হয়েছে। কেন্দ্রের নির্দেশ ছিল আহ্বায়ক কমিটি গঠনের সময় সিনিয়র নেতাদের নিয়ে পরামর্শ করে কমিটি গঠন করতে হবে। সকালের কমিটি তা মানেনি। সন্ধ্যার প্রস্তাবিত এই কমিটির আহ্বায়ক জেলা বিএনপির সাবেক সভাপতি ও খালেদা জিয়ার উপদেষ্টা পৌর মেয়র এ্যাডভোকেট মাহবুবর রহমান, যুগ্ম আহ্বায়ক সাবেক সহসভাপতি ফজলুর বারী তালুকদার, বিলুপ্ত কমিটির সহসভাপতি আলী আসগর হেনা ও ড্যাবের সভাপতি ডাঃ শাহ মোঃ শাজাহান। এর আগেই অনেক নাটকীয় ঘটনা ঘটে। তবে জেলা বিএনপির কমিটির বিলুপ্ত করে দেয়ায় দুই পক্ষই খুশি। ২৫ এপ্রিল ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ে নেতৃবৃন্দের উপস্থিতিতে বগুড়ার দুই নেতার বাগবিতন্ডা ও অপ্রীতিকর ঘটনার রেশ ধরে দুই নেতার পদবি স্থগিত করা হয়। এরপর শুরু আরেক নাটক। বিএনপি কার্যালয় তালাবদ্ধ। বিক্ষোভ সমাবেশ প্রতিবাদ। তারপর সিনিয়র নেতা সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজের কুশপুতুল দাহ। পুনরায় তালা খুলে কার্যালয়ে প্রবেশ। আবারও নাটকীয় ঘটনায় পাল্টাপাল্টি আহ্বায়ক কমিটি। সর্বশেষ বগুড়া বিএনপির জেলা কমিটি বিলুপ্ত। এখন কৌতূহল আহ্বায়ক কমিটি নিয়ে। দুটি কমিটির কোনটি শেষ পর্যন্ত অনুমোদিত হয়ে বৈধতা পাবে। আহ্বায়ক কমিটির একটি শর্তও আছে। যিনি আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক হবেন তিনি কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক হতে পারবেন না। প্রায় ৮ বছর আগে ২০১১ সালের ৭ এপ্রিল বগুড়ায় জেলা কমিটি গঠিত হয়। এরপর উদ্যোগ নিয়েও নতুন কমিটি হয়নি। এখন চলছে গৃহদাহ।
×