ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘আজও আমি প্রতিবাদে মশাল হয়ে জ্বলি’

প্রকাশিত: ১০:২৭, ৬ মে ২০১৯

 ‘আজও আমি প্রতিবাদে  মশাল হয়ে জ্বলি’

স্টাফ রিপোর্টার ॥ ব্রিটিশবিরোধী আন্দোলনে প্রতিবাদের মশালরূপে জ্বলে ওঠা এক নারী প্রীতিলতা ওয়াদ্দেদার। ১৯৩২ সালে এই বিপ্লবী নারী অংশ নিয়েছিলেন স্বাধীনতার সশস্ত্র সংগ্রামে। ১৫ জনের বিপ্লবী দল নিয়ে আক্রমণ করেছিলেন ব্রিটিশদের প্রমোদখানা চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে। উপর্যুপরি আক্রমণে ঝাঁঝরা হয়ে যায় মাতাল শত্রুসেনাদের দেহ। পাল্টা আক্রমণে মৃত্যু অবধারিত জেনে ইংরেজদের কাছে ধরা না দেয়ার প্রত্যয়ে পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহুতি দেন প্রীতিলতা। ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম আত্মোৎসর্গকারী এই নারী বিপ্লবীর ১০৯তম জন্মদিন ছিল রবিবার। তার জন্মদিনে যেন আরেকবার জ্বলে উঠলো প্রতিবাদী চেতনার আলোকবর্তিকা। শ্রদ্ধা-ভালবাসায় স্মরণ করা হলো এই অসীম সাহসী নারীকে। তাকে নিবেদিত ‘আজও আমি প্রতিবাদে মশাল হয়ে জ্বলি’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে তন্নিষ্ঠ নাটুয়া নাট্যদল। প্রীতিলতার জীবননির্ভর স্মরণ কথনের পাশাপাশি পাঠাভিনয়ে সাজানো ছিল আয়োজন। বৈশাখী সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমন্ডলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রীতিলতার ওয়াদ্দেদারের প্রতিকৃতিতে অর্র্পণ করা পুষ্পাঞ্জলি। ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে অতিথি ও আয়োজকরা মিলে প্রদীপ প্রজ্বালন করেন। এরপর শুরু হয় প্রীতিলতা স্মরণ কথা। আলাপচারিতায় অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ। স্মরণ কথনে বক্তা বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলনের নায়ক মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে সশস্ত্র আন্দোলনে অংশ নিয়ে দেশের জন্য, দেশের মানুষের স্বাধীনতার জন্য অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে আত্মাহুতি দিয়েছিলেন প্রীতিলতা। এভাবেই প্রীতিলতা যে বিপ্লবী চেতনার জন্ম দিয়েছেন তা যুগ যুগ ধরে স্বাধীনতাকামী মানুষকে প্রেরণা দিয়েছে যা আজও প্রবহমান। যে কোন অন্যায় ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক প্রীতিলতা। আলোচনা শেষে মঞ্চস্থ হয় তন্নিষ্ঠ নাটুয়া নাট্যদলের প্রযোজনা ‘আমি প্রীতিলতা’। পাঠ অভিনয়ে সাজানো নাটকটির রচয়িতা জুয়েল কবির। নির্দেশনা দিয়েছেন রিবন খন্দকার। কণ্ঠের আশ্রয়ে প্রযোজনাটিকে ফুটিয়ে তোলা কুশীলবরা হলেন- অলক দাশগুপ্ত, খায়রুজ্জাহান মিতু, জিনিয়া রুনা, সাজ্জাদ হোসেন, ত্রিদিব বর্মণ, লায়লা ফেরদৌস হিমেল, রবি ঘোষ, সুকন্যা আমীর, অগ্নিলা ও শতাব্দী ভৌমিক।
×