ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ট্রুডোকে ধমক দিলেন স্বেচ্ছাসেবক

প্রকাশিত: ১০:২৬, ৬ মে ২০১৯

 ট্রুডোকে ধমক দিলেন  স্বেচ্ছাসেবক

বন্যাকবলিত এলাকা পরিদর্শনে গিয়ে এক স্বেচ্ছাসেবকের দু’চার কথা হজম করতে হয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। তার পরিদর্শনের কারণে লোক সমাগম বেড়ে যাওয়ায় স্বেচ্ছাসেবকদের কাজ করতে সমস্যা হচ্ছে দাবি করে ওই বৃদ্ধ স্বেচ্ছাসেবক রীতিমতো তর্কে জড়িয়ে পড়েন প্রধানমন্ত্রীর সঙ্গে। সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি প্রবল বৃষ্টিপাতের কারণে অটোয়া নদীর পাড়ে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান প্রধানমন্ত্রী ট্রুডো। তিনি ছেলেকে সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারে অংশ নেন ও ফটোসেশন করেন। এ সময় হঠাৎ রেগে গিয়ে চিৎকার শুরু করেন ওই বৃদ্ধ স্বেচ্ছাসেবক। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলতে থাকেন, ‘আপনি জানেন, কতক্ষণ ধরে অন্যদের কাজ বন্ধ রেখেছেন? আমি ৩০ মিনিট ধরে রাস্তায় লাইনে দাঁড়িয়ে ছিলাম, আর আপনি এখানে রোদ পোহাচ্ছেন।’ এ সময় এক নিরাপত্তাকর্মী তাকে শান্ত করার চেষ্টা করলে বৃদ্ধ স্বেচ্ছাসেবক আরও ক্ষেপে গিয়ে বলেন, ‘এটা একটা স্বাধীন দেশ। আমি তার (প্রধানমন্ত্রী) সঙ্গে কথা বলার চেষ্টা করছি।’ এ সময় বৃদ্ধের কথা শুনে তার দিকে এগিয়ে আসেন জাস্টিন ট্রুডো। প্রধানমন্ত্রীকে ওই স্বেচ্ছাসেবক বলেন, ‘আপনি যতক্ষণ এখানে আছেন, কেউ বালুর বস্তা তুলতে পারেনি। -ইয়াহু নিউজ
×