ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সুলতানা কামাল ও মুনতাসীর মামুনকে হত্যার হুমকিতে খুবি উপাচার্যের নিন্দা

প্রকাশিত: ০৯:২৯, ৬ মে ২০১৯

 সুলতানা কামাল ও  মুনতাসীর মামুনকে হত্যার হুমকিতে  খুবি উপাচার্যের  নিন্দা

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ মানবাধিকার কর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল এবং বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, ইতিহাসবিদ বঙ্গবন্ধু অধ্যাপক মুনতাসীর মামুনসহ কয়েকজন প্রগতিশীল বুদ্ধিজীবীকে একটি আন্তর্জাতিক জঙ্গী সংগঠন অনলাইন পত্রিকায় হত্যার হুমকি প্রদান করায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান তীব্র নিন্দা জ্ঞাপন করে প্রতিবাদ জানিয়েছেন। এক বিবৃতিতে খুবি উপাচার্য বলেন, বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ নিয়ে যারা অব্যাহত কাজ করে চলেছেন, যারা ধর্মীয় মৌলবাদের মুখোশ উন্মোচন করে দেশকে ধর্মান্ধ, গোড়ামি, কুসংস্কার মুক্ত করতে চাইছেন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়তে সহায়তা করছেন তাদের যারা হত্যার হুমকি দেয় তারা পুনরায় দেশকে পাকিস্তানী ভাবধারায় নিপতিত করতে চায়। এরা ইসলামের মর্মবাণী বোঝে না, এরা শান্তির ধর্ম ইসলামের ক্ষতি করছে, ভাবমূর্তি নষ্ট করছে।
×