ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সামাজিক প্রতিরোধ জরুরী

প্রকাশিত: ০৯:২৭, ৬ মে ২০১৯

সামাজিক প্রতিরোধ জরুরী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ দুর্নীতি দমন কমিশন (দুদক) কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম বলেছেন, ‘দুর্নীতি প্রতিরোধে সরকারী প্রচেষ্টার পাশাপাশি সামাজিক প্রতিরোধ জরুরী।’ সামাজিকভাবে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হলে এর মাত্রা অনেকটায় কমে যাবে। রবিবার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত দুদকের শ্রেষ্ঠ দুর্নীতি প্রতিরোধ কমিটি অ্যাওয়ার্ড-২০১৮’র পুরস্কার বিতরণ, মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ডিআইজি একেএম হাফিজ আক্তার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সাজিদ হোসেন ও রাজশাহী জেলা প্রশাসক এসএমএ কাদের।
×