ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশালে ত্রাণ সহায়তায় নৌবাহিনী

প্রকাশিত: ০৯:২৭, ৬ মে ২০১৯

 বরিশালে ত্রাণ সহায়তায় নৌবাহিনী

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বরিশালের কোন নদীতে ছোট নৌকা চলাচল করতে দেয়া হবে না বলে জানিয়েছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। শুক্রবার রাতে জেলার ৩৩১ আশ্রয়কেন্দ্রে ৫০ হাজার ৫৬৫ মানুষ আশ্রয় গ্রহণ করেছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছিল। তিনি বলেন, এছাড়া খুলনা থেকে ইতোমধ্যে নৌ বাহিনীর তিস্তা ও মেঘনা নামের দুটি জাহাজ পাঁচ শ’ বস্তা ত্রাণ নিয়ে বরিশালের উদ্দেশে রওনা দিয়েছেন। যারা হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার চরাঞ্চলের মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করবেন। ওই পাঁচ শ’ বস্তা ত্রাণ দিয়ে দুই হাজার পরিবারকে সহায়তা করা সম্ভব হবে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকেও ত্রাণসামগ্রী মজুদ রাখা হয়েছে। জরুরী প্রয়োজনে সেগুলোও বিতরণ করা হবে। সাতক্ষীরা স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ক্ষতিগ্রস্ত সুন্দরবন উপকূলীয় গাবুরা ইউনিয়নের এক হাজার পরিবারের মাঝে বাংলাদেশ নৌ বাহিনীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনিমুখা ইউনিয়ন পরিষদ মাঠে এ ত্রাণ বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, দুই কেজি ডাল, ২ কেজি তেল, ২ কেজি চিনি, ২ কেজি মুড়ি, ২ কেজি লবণ, ২ কেজি চিড়া, ২ লিটার পানিসহ প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইন দেয়া হয়। এ সয়ম সেখানে উপস্থিত ছিলেন, নৌ বাহিনীর সার্জেন্ট লে. আসিফ হুসাইন, লেঃ রাশেদুর রহমান, উপজেলা চেয়ারম্যান শেখ আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সুজন সরকারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
×