ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেরপুরে লম্পট দোকানদার গ্রেফতার

প্রকাশিত: ০৯:২৬, ৬ মে ২০১৯

 শেরপুরে লম্পট  দোকানদার  গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৫ মে ॥ শ্রীবরদীতে ৬০ বছর বয়সী এক মুদি দোকানদারের যৌন পীড়নের শিকার ৫ বছরের শিশু। ওই ঘটনায় শনিবার রাতে লম্পট দোকানদার শমসের আলীকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার মাটিয়াকুড়া গ্রামের মৃত সাইতুল্লার ছেলে। রবিবার দুপুরে গ্রেফতকার শমসের আলীকে আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ সুলতানা তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একইদিন আদালতে যৌন পীড়নের শিকার শিশুর জবানবন্দী গ্রহণ করা হয়েছে। জানা যায়, গত ২ মে বিকেলে শ্রীবরদীর মাটিয়াকুড়া গ্রামে শমসের আলীর মনোহারি দোকানের সামনে প্রতিবেশী এক কৃষকের ৫ বছর বয়সের মেয়েসহ আরও কয়েক শিশু খেলাধুলা করছিল। শমসের আলী শিশুকে চকোলেট দেয়ার প্রলোভনে তার দোকানে ডেকে নিয়ে যায়। পরে পরনের হাফপ্যান্ট খুলে তার যৌন পীড়ন করে শমসের আলী। ভয়ে শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন দোকানে গিয়ে শিশুটিকে উদ্ধার করে। ওই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে শমসের আলীর বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, শিশুকে যৌন পীড়নের ঘটনায় তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় নারী ও শিশু নির্যাতনর দমন আইনের ১০ ধারায় নিয়মিত মামলা গ্রহণ করা হয়েছে। মামলার একমাত্র আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে আদালতে গ্রহণ করা হয়েছে ভিকটিমের জবানবন্দী।
×