ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিধ্বস্ত বেড়িবাঁধ দ্রুত মেরামতের নির্দেশ

প্রকাশিত: ০৮:৪১, ৬ মে ২০১৯

 বিধ্বস্ত বেড়িবাঁধ দ্রুত মেরামতের নির্দেশ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৫ মে ॥ পায়রা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে রাবনাবাদ পাড়ের চারিপাড়ার বিধ্বস্ত বেড়িবাঁধ দ্রুত মেরামতের নির্দেশ দিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব) জাহিদ ফারুক শামীম। রবিবার দুপুরে ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে পানিবন্দী রাবনাবাদ মোহনার চারিপাড়া বিধ্বস্ত বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করে তিনি এ নির্দেশ দেন। পায়রা বন্দর কর্তৃপক্ষের অধিগ্রহণকৃত চারিপাড়া এলাকায় বিধ্বস্ত এ বেড়িবাঁধ সেখানকার সাত গ্রামের মানুষের স্থায়ী দুর্যোগে পরিণত হয়েছে। এখন এসব গ্রামের মানুষ পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েন। পায়রা বন্দর ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বিত উদ্যোগের অভাবে ওই বেড়িবাঁধ মেরামত করা হয়নি।
×