ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে চুরি যাওয়া ৬ গরু ও সিন্দুক উদ্ধার

প্রকাশিত: ০৮:৪১, ৬ মে ২০১৯

 রাজশাহীতে চুরি  যাওয়া ৬ গরু ও  সিন্দুক উদ্ধার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাঘায় মমিন ফকির নামের এক ব্যক্তির বাড়ি থেকে একটি সিন্দুক ও ৬টি চোরাই গরু এবং একটি ছাগল উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে স্থানীয় লোকজনের মোবাইল ফোনের ভিত্তিতে উপজেলার রুস্তমপুর ভারতি পাড়া গ্রামের বাড়ি থেকে এসব চোরাই গরু ও মালামাল উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, মমিন ফকির (৪৫) এ অঞ্চলের চিহ্নিত চোর এ কথাটি কারও জানা ছিল না। শনিবার রাতে পাশের গ্রাম রামচন্দ্রপুর ফুলতলা এলাকায় চুরি যাওয়া দুইটি গরুর পায়ের চিহ্ন ধরে রবিবার সকালে গরুর মালিক বাচ্চু ও তার লোকজন রুস্তমপুর ভারতি পাড়া গ্রামে জমির ফকিরের ছেলে মমিন ফকিরের বাড়িতে চলে আসে। এ সময় মমিন ফকির বাড়ি থেকে পালিয়ে যায়। তখন গরুর মালিক স্থানীয় কাউন্সিলরসহ এলাকার লোকজন নিয়ে ওই বাড়িতে প্রবেশ করলে সেখান থেকে চুরি যাওয়া ৬টি গরু, একটি ছাগল ও একটি সিন্ধুক উদ্ধার করা হয়।
×