ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেরপুরে কৃষক হত্যা মামলায় তিন আসামি রিমান্ডে

প্রকাশিত: ০৮:৪০, ৬ মে ২০১৯

 শেরপুরে কৃষক হত্যা  মামলায় তিন  আসামি রিমান্ডে

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৫ মে ॥ নালিতাবাড়ীর চাঞ্চল্যকর কৃষক ইদ্রিস আলী হত্যা মামলায় ৩ আসামির রিমা- মঞ্জুর করেছে আদালত। রবিবার দুপুরে উভয়পক্ষের শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আল মামুন। এরা হচ্ছেন প্রধান আসামি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হবির ছেলে আজাহারুল ইসলাম রিয়াদ (২৫), আত্মীয় রাহুল মিয়া (২২) ও মাজব আলী ওরফে মাজু মিয়া (৩৫)। এদের মধ্যে আজাহারুল ইসলাম রিয়াদের ৩ দিন এবং রাহুল মিয়া ও মাজু মিয়ার ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। একই সঙ্গে ইউপি চেয়ারম্যান হবির স্ত্রী আমেলা খাতুন ওরফে ঝর্ণার (৩০) রিমান্ডের আবেদন নামঞ্জুর করা হয়। তার সঙ্গে রয়েছে দুগ্ধপোষ্য ২ শিশুসন্তান শ্রাবণ (৪) ও সিয়াম (৩)। তবে ওই হত্যাকান্ডে ব্যবহৃত বিদেশী পিস্তল উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে দায়ের করা পৃথক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। অন্যদিকে অস্ত্র আইনের মামলায় প্রধান আসামি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হবির রিমান্ড শুনানির তারিখ ধার্য করা হয়েছে সোমবার। রিমা- মঞ্জুর-নামঞ্জুরের তথ্য নিশ্চিত করে নবাগত কোর্ট ইন্সপেক্টর খন্দকার শহিদুল হক জানান, আগামী ১২ মের মধ্যে ওই তিন আসামিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। এখন তদন্ত কর্মকর্তা ইচ্ছে করলেই আদেশ মোতাবেক তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যেতে পারবে।
×