ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় ১৬ মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রকাশিত: ০৮:২৫, ৬ মে ২০১৯

 সাতক্ষীরায় ১৬  মামলার আসামির  গুলিবিদ্ধ লাশ  উদ্ধার

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ কালিগঞ্জে গুলিবিদ্ধ অবস্থায় এক মধ্যবয়সী ৪টি হত্যাসহ ১৬টি মামলার আসামির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে কালিগঞ্জ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী নোভা সরদার হিসেবে শনাক্ত করা হয়েছে। পুলিশের দাবি নোভা সরদার একজন তালিকাভুক্ত খুনী ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে কালিগঞ্জে ভূমিহীন জনপদ বৈরাগীরচকে আশরাফ ও ইসহাক জোড়াখুনসহ ১৬টি মামলা রয়েছে। কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সুলতানের মোড়ে প্রধান সড়কের কাছ থেকে রবিবার সকালে গুলিবিদ্ধ লাশটি উদ্ধার করা হয়। এ সময় সেখানে পাওয়া যায় একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, রামদা ও বোমা। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, রবিবার ভোরে সুলতানের মোড়ে একটি গুলিবিদ্ধ লাশ পড়ে থাকার খবর পান। পুলিশ পড়ে থাকা লাশটি শনাক্ত করতে না পেরে গ্রামবাসীর সহায়তা নেয়। গ্রামবাসী ওই ব্যক্তির নাম নোভা সরদার (৫৫) হিসেবে শনাক্ত করে। তার বাবার নাম ঠান্ডাই সরদার। কালিগঞ্জের নলতা ইউনিয়নের কাজলা কাশিবাটি ভূমিহীন জনপদে তার বাড়ি।
×