ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বনলতার খাবার বাতিলে চিঠি দিচ্ছেন বাদশা

প্রকাশিত: ০৮:২৫, ৬ মে ২০১৯

 বনলতার খাবার  বাতিলে চিঠি  দিচ্ছেন বাদশা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে সদ্য যাত্রা শুরু করা বিরতিহীন ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনের টিকেটের সঙ্গে বাধ্যতামূলকভাবে খাবারের মূল্য আদায় না করার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। বিরতিহীন এই আন্তঃনগর ট্রেনের যাত্রীদের সুবিধার্থে এ বিষয়ে রেল মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি চিঠি দিবেন বলে জানিয়েছেন। রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ১৪ দলের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি বলেন, বিরতিহীন বনলতা এক্সপ্রেস রাজশাহীবাসীর বহুল প্রত্যাশিত একটি ট্রেন। নির্বাচনের আগে আমার ৪৪ দফার অন্যতম ছিল এই ট্রেন চালুর প্রতিশ্রুতি। ট্রেনটি চালু করার জন্য রাজশাহীর মানুষ প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদও জানিয়েছেন। কিন্তু ট্রেনে দেড় শ’ টাকার বাধ্যতামূলক খাবারের বিষয়টিকে ‘অপ্রয়োজনীয়’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই সিদ্ধান্তের কারণে অনেকেই ট্রেনটির বিষয়ে উৎসাহ হারিয়েছেন বলে জানতে পেরেছেন তিনি। এ কারণে যাত্রীদের স্বার্থে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা জরুরী। প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সর্বাধুনিক ট্রেন বনলতা এক্সপ্রেসের উদ্বোধন করেন। এই ট্রেনে যাত্রীদের একটি করে কেক, মিষ্টি, সবজি রোল, সিংগাড়া এবং ৫০০ মিলিলিটারের পানির বোতল সরবরাহ করা হয়। এ জন্য টিকেটের মূল্যের সঙ্গেই অতিরিক্ত ১৫০ টাকা ধরা হয়। কিন্তু বাধ্যতামূলক এই খাবারের মানের সঙ্গে অতিরিক্ত দাম নিয়ে চলছে সমালোচনা।
×