ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মুক্তালয়ের ‘ঘুণ’ নাটকের মঞ্চায়ন

প্রকাশিত: ০৮:১৪, ৬ মে ২০১৯

 মুক্তালয়ের ‘ঘুণ’ নাটকের মঞ্চায়ন

স্টাফ রিপোর্টার ॥ মহান মে দিবস উপলক্ষে সম্প্রতি টঙ্গীর মিল গেট এলাকায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত পথ নাট্যোৎসবে মুক্তালয় নাট্যাঙ্গনের জনপ্রিয় প্রযোজনা ‘ঘুণ’ নাটকের মঞ্চায়ন হয়। উৎসবের অনুষ্ঠান উপভোগ করতে উল্লেখযোগ্য সংখ্যক দর্শকের উপস্থিতি বিশেষ লক্ষণীয়। উৎসবে নাট্যভূমির নাটক, আবৃত্তিসহ চারটি পথ নাটক পরিবেশিত হয়। মুক্তিযুদ্ধ পরবর্তী রাজাকার প্রজন্ম থেকে মুক্ত থাকা, মহান ভাষা আন্দোলন এবং আমেরিকার শিকাগো শহরের ১ মে শ্রমিক আন্দোলন বিষয়গুলো উঠে আসে মুক্তালয় নাট্যাঙ্গনের ‘ঘুণ’ নাটকে। ‘ঘুণ’ নাটকের নাটকটি রচনা এবং নির্দেশনায় ছিলেন আমিনুল হক আমীন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন রীনা রহমান, রুহুল আমিন হাওলাদার, শেফালী কুসুম, মাহমুদ হাসান ইমন, ফারহান মৃধা সাব্বির, আফরীন সুলতানা প্রিয়াঙ্কা এবং আমিনুল হক আমীন। পথ নাট্যোৎসবে নাটক মঞ্চায়নের সুযোগ করে দেয়ার জন্য বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান একুশে পদক প্রাপ্ত ঋত্বিক নাট্যপ্রাণ লিয়াকত আলী, সেক্রেটারি জেনারেল কামাল বায়জীদসহ ফেডারেশনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন মুক্তালয় নাট্যাঙ্গনের প্রধান আমিনুল হক আমীন। তিনি এ আয়োজনের ধারাবাহিকতা রক্ষার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান।
×