ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজীব গান্ধীকে নিয়ে মোদির কটাক্ষ

প্রকাশিত: ০৮:১২, ৬ মে ২০১৯

 রাজীব গান্ধীকে নিয়ে মোদির কটাক্ষ

রাহুলের পর এবার ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে নিয়ে তীব্র কটাক্ষ করলেন নরেন্দ্র মোদি। শনিবার উত্তর প্রদেশের একটি নির্বাচনী জনসভায় রাজীব গান্ধীকে ‘এক নম্বরের দুর্নীতিগ্রস্ত’ বলে কটাক্ষ করেন তিনি। বোফর্স কেলেঙ্কারির কথা তুলে ধরে মোদি বলেন, রাহুল জি, আপনার বাবা রাজীব গান্ধীকে আপনার দলের সমর্থকরা মিস্টার ক্লিন বলে অভিহিত করলেও এক নম্বর দুর্নীতিবাজ হিসেবে তার জীবন শেষ হয়। মোদির অভিযোগ, রাফালের কথা বলে রাহুল বারবার তার ভাবমূর্তি ক্ষুণœœ করতে চাইছেন। মোদি বলেন, আমার ইমেজ ক্ষুণ্ণ করে, আমাকে ছোট করে ওরা দুর্বল সরকার গঠন করতে চাইছে। আপনাদের মনে রাখা উচিত মোদি কিন্তু মুখে সোনার চামচ মুখে নিয়ে জন্মায়নি। আবার কোন রাজবংশেও জন্ম হয়নি। আপনি আমার ইমেজ নষ্টের চেষ্টা করছেন মনে রাখবেন আপনার বাবার জীবন শেষ হয়েছে ‘ভ্রস্টাচারী নাম্বার ওয়ান’ হিসেবে। খবর এনডিটিভি অনলাইনের। রাফাল যুদ্ধবিমান নিয়ে মোদিকে বহুদিন ধরে বিঁধছেন রাহুল। এ দিন রাফালের প্রসঙ্গ মুখে না আনলেও রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনী প্রচারে তার প্রত্যত্তর দিতেই বোফর্স প্রসঙ্গ টেনে আনেন মোদি। এদিকে প্রয়াত রাজীব গান্ধীকে নিয়ে কটাক্ষ করায় কংগ্রেস শিবির মোদির কঠোর সমালোচনা করেছে। কংগ্রেস প্রধান রাহুল, তার বোন প্রিয়াঙ্কা ও সাবেক অর্থমন্ত্রী অরুন জেটলি মোদির সমালোচনায় মুখর হয়েছেন। রাহুল বলেছেন, যুদ্ধ শেষ। আপনি (মোদি) আপনার প্রকৃত পরিচয় তুলে ধরলেন। তবে আপনার জন্য ফের আমার উষ্ণ আলিঙ্গন থাকল।
×