ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শ্রীলঙ্কায় তলোয়ার ও বড়ছুরি জমা দেয়ার নির্দেশ

প্রকাশিত: ০৮:১১, ৬ মে ২০১৯

 শ্রীলঙ্কায় তলোয়ার ও  বড়ছুরি জমা দেয়ার নির্দেশ

ভারত মহাসাগরের দ্বীপদেশ শ্রীলঙ্কায় নতুন করে সন্ত্রাসী হামলার সতর্কতার মধ্যে নাগরিকদের হাতে থাকা সব তলোয়ার ও বড় আকারের ছুরি জমা দিতে বলেছে দেশটির সরকার। রবিবারের মধ্যে সেগুলো জমা দেয়ার নির্দেশ জারি করেছে কর্তৃপক্ষ। বিবিসি। পুলিশের মুখপাত্র রাবন গুনাসেকারার বরাত দিয়ে নিউজ ফার্স্ট ডট লংকা জানিয়েছে, রবিবারের মধ্যে এসব ধারালো অস্ত্র কাছের থানায় জমা দিতে বলা হয়েছে নাগরিকদের। তবে দৈনন্দিন গৃহস্থালীর কাজে ব্যবহৃত ছুরি বা যেসব ধারালো অস্ত্র রাখতে লাইসেন্স প্রয়োজন হয় না, সেগুলো জমা দেয়ার প্রয়োজন হবে না। ইস্টার সানডের ভয়াবহ হামলার পর শ্রীলঙ্কাজুড়ে জারি করা জরুরী অবস্থার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এখনও পর্যন্ত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে নাগরিকদের কাছ থেকে। গত ২১ এপ্রিল কলম্বোসহ তিন শহরের তিনটি গির্জা ও চারটি পাঁচতারা হোটেলে আত্মঘাতী বোমা হামলায় আড়াই শ’র বেশি মানুষ নিহত হন। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গী দল ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছে।
×