ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নির্জন সৈকত, শূন্য হোটেল

প্রকাশিত: ০৮:১০, ৬ মে ২০১৯

 নির্জন সৈকত, শূন্য হোটেল

দুই সপ্তাহ আগে একাধিক আত্মঘাতী বোমা হামলায় আড়াই শ’র বেশি মানুষ নিহত হওয়ার পর পর্যটকরা মুখ ফিরিয়ে নেয়ায় শ্রীলঙ্কার ৪৪০ কোটি ডলারের পর্যটন খাতে জোর ধাক্কা লেগেছে। শ্রীলঙ্কার একটি স্বল্প পরিচিত ইসলামী গোষ্ঠীর সন্দেহভাজন হামলাকারীরা ইস্টার সানডেতে কয়েকটি গির্জা ও অভিজাত হোটেলে হামলা চালিয়ে দেশী-বিদেশী ধর্মানুরাগী, পর্যটক ও তাদের পরিবারের সদস্যদের হত্যা করে। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেটও (আইএস) পরে ওই হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়। আরও সন্ত্রাসী হামলা হতে পারে এমন শঙ্কায় বিশ্বের বিভিন্ন অংশের পর্যটকরা হোটেল ও ফ্লাইট বুকিং বাতিল করায় শ্রীলঙ্কার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান ও এর কর্মীরা বিপাকে পড়েছেন। দেশটির জিডিপির ৫ শতাংশ পর্যটনের ওপর নির্ভরশীল। পর্যটন খাতের পাশাপাশি অর্থনীতির জন্যও এটা বড় ধরনের ধাক্কা। অর্থনীতির সমৃদ্ধির জন্যই হামলার আগে পর্যটন যেখানে ছিল সেখানে ফিরিয়ে নেয়া খুবই গুরুত্বপূর্ণ,’ বলেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা। ভ্রমণ বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ফরোয়ার্ডকীস-র তথ্য অনুযায়ী, বোমা হামলার পরের সপ্তাহগুলোতে শ্রীলঙ্কায় হোটেল বুকিং গড়ে গত বছরের একই সময়ের তুলনায় ১৮৬ শতাংশ কমেছে। বুকিং হওয়ার চেয়ে বাতিলের পরিমাণ বেশি থাকার কারণেই গড় এক শ’ শতাংশের নিচে নেমেছে। শনিবার পর্যন্ত শ্রীলঙ্কাজুড়ে হোটেলগুলোর বুকিং বাতিলের হার গড়ে ৭০ শতাংশ, এর মধ্যে রাজধানী কলম্বোর হোটেলগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন লঙ্কান পর্যটন ব্যুরোর চেয়ারম্যান কিশু গোমেজ। ‘কিছু এয়ারলাইন্সের ফ্লাইটের হারও কমে গেছে, সাধারণত যা হয়, তার তুলনায় অনেক কমে গেছে লোড ফ্যাক্টরের পরিমাণও। নিশ্চয়ই এটি চিন্তিত হওয়ার মতো বিষয়,’ বলেছেন তিনি। ২০০৯ সালে তামিল বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে কয়েক দশকের ৃহযুদ্ধ শেষে গত ১০ বছর ধরে এক হাজার মাইল উপকূলরেখা সমৃদ্ধ শ্রীলঙ্কায় পর্যটকদের আনাগোনা বাড়ছিল। গত বছরও পর্যটন খাত ছিল দেশটির বৈদেশিক মুদ্রা আয়ের তৃতীয় সর্বোচ্চ ও সবচেয়ে বর্ধনশীল উৎস। -ওয়েবসাইট।
×