ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শাহরিয়ার কবির মুনতাসীর মামুন সুলতানা কামালকে হত্যার হুমকি

প্রকাশিত: ১৩:৫৬, ৫ মে ২০১৯

শাহরিয়ার কবির মুনতাসীর মামুন সুলতানা কামালকে হত্যার হুমকি

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকারকর্মী সুলতানা কামালকে হত্যার হুমকি দিয়েছে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এই তিন বিশিষ্ট নাগরিক শনিবার ধানম-ি থানায় উপস্থিত হয়ে জিডির আবেদন করেন। ধানম-ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, কে বা কারা সুলতানা কামালসহ তিন বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি দিয়ে একটা ওয়েবসাইটে প্রকাশ করে। তার এমন আবেদনের পরিপ্রেক্ষিতে একটি জিডি লিপিবদ্ধ করা হয়েছে। যার নম্বর ১০৭১। ওসি জানান, জিডি আমলে নিয়ে তদন্ত শুরু হয়েছে। ধানম-ি থানা পুলিশের টহল টিমকে তার বাসার আশপাশে নজরদারির জন্য নির্দেশনা দেয়া হয়েছে। জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই হারুনূর রশিদ জানান, হুমকির স্ন্যাপশট যাচাই-বাছাই করা হচ্ছে। কোন্ সংগঠন হুমকি দিয়েছে তা স্পষ্ট নয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত মার্চে আন্তর্জাতিক জঙ্গী সমর্থিত টেলিগ্রামভিত্তিক চ্যানেলে লোন উলফ নামে একটি অনলাইন ম্যাগাজিনে হত্যার জন্য টার্গেট হিসেবে শাহরিয়ার কবির, ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন ও সুলতানা কামালকে ইসলামের স্বার্থে হত্যা করা হবে বলে উল্লেখ করা হয়। জিডিতে সুলতানা কামাল তা উল্লেখ করেন।
×