ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জনসম্মুখে রোড শোতে কেজরিওয়ালকে চড়

প্রকাশিত: ১৩:৫০, ৫ মে ২০১৯

জনসম্মুখে রোড শোতে কেজরিওয়ালকে চড়

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে জনসম্মুখে আক্রান্ত হয়েছেন দিল্লীর মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। শনিবার দিল্লীর মতিনগর এলাকায় রোড শোতে অংশ নেয়া কেজরিওয়ালকে এক ব্যক্তি চড় মারেন। খবর টাইমস অব ইন্ডিয়ার। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। সেখানে দেখা যায়, হুড খোলা একটি জীপে অন্য নেতাদের সঙ্গে দাঁড়িয়ে জনতার উদ্দেশে হাত নাড়ছেন কেজরিওয়াল, এ সময় মেরুন রঙের শার্ট পরা এক ব্যক্তি লাফিয়ে ওই গাড়িতে উঠে তার গালে চড় মারেন। এই হামলার জন্য রাজনৈতিক প্রতিপক্ষ বিজেপিকে দায়ী করেছে আম আদমি পার্টি। এ ঘটনাকে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের নিরাপত্তায় ‘গাফিলতির আরেকটি প্রমাণ’ হিসেবে বর্ণনা করেছে তারা। কেজরিওয়ালকে থাপ্পড় দিয়ে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে মারধর করেন আম আদমি পার্টির নেতাকর্মীরা। তাকে আটক করার কথা জানিয়েছে দিল্লী পুলিশ। ৩৩ বছর বয়সী ওই ব্যক্তির নাম সুরেশ। তিনি কৈলাশ পার্ক এলাকায় খুচরা যন্ত্রাংশের ব্যবসা করেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। প্রকাশ্যে কেজরিওয়ালের আক্রান্ত হওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০১৪ সালেও এক রোড শোতে তাকে চড় মেরেছিলেন এক অটোরিক্সা চালক। বিজেপি ভারতের ক্ষমতায় থাকলেও রাজধানী দিল্লীর ক্ষমতায় আছে আম আদমি পার্টি। দুর্নীতিবিরোধী স্লোগান দিয়ে ২০১২ সালে আত্মপ্রকাশ করা এই দল পরের বছরই দিল্লীর বিধানসভা নির্বাচনে জয়ী হয়। ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর আবারও দিল্লীতে জয়ী হয় আম আদমি পার্টি, সেখানে প্রধান বিরোধী দল বিজেপির বিধান সভায় ৭০টির মধ্যে মাত্র তিনটি আসন রয়েছে।
×