ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের ৩ স্বর্ণ পদক ভারতে কুস্তি প্রতিযোগিতায়

প্রকাশিত: ১১:৫২, ৫ মে ২০১৯

 বাংলাদেশের ৩ স্বর্ণ পদক ভারতে কুস্তি প্রতিযোগিতায়

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের জাতীয় কুস্তি দলের প্রধান প্রশিক্ষক এবং ভারতের প্রথম আন্তর্জাতিক কুস্তি রেফারি সুধীর চন্দ্র সাহার জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে পশ্চিমবঙ্গের কুস্তি ফেডারেশন আয়োজন করে দুইদিনব্যাপী ‘বাংলা-বাংলাদেশ কুস্তি প্রতিযোগিতা’। পশ্চিমবঙ্গ কুস্তি ফেডারেশনের আমন্ত্রণে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে ৩ স্বর্ণ, ১ রৌপ্য ও ১টি তাম্রপদসহ মোট ৫টি পদক অর্জন করেছে বাংলাদেশের কুস্তিগীররা। কলকাতার পঞ্চনান ব্যায়ামাগার সেন্টারে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৮৬ কেজির ইভেন্টে বাংলাদেশের কামরুজ্জামান, ৭০ কেজিতে মেহেদী হাসান এবং ৫৯ কেজিতে আইরিন আক্তার নিপা স্বর্ণপদক লাভ করেন। এছাড়া ৬২ কেজিতে রৌপ্য পান চিং শানু মারমা। ৬০ কেজিতে তাম্রপদক পান জয়ন্ত রায়। দলের সঙ্গে কোচ হিসেবে ছিলেন মিজানুর রহমান এবং দলনেতা মেসবাহ উদ্দিন আজাদ।
×