ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মরক্কোয় শিরোপার আশায় কন্টা

প্রকাশিত: ১১:৫০, ৫ মে ২০১৯

 মরক্কোয় শিরোপার আশায় কন্টা

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিয়ারে আজ পর্যন্ত ক্লে-কোর্টের কোন আসরে ফাইনাল খেলতে পারেননি। গত ১১ বছর ধরে ব্রিটিশ তারকা জোহানা কন্টা পেশাদার পর্যায়ে টেনিস খেলছেন। অবশেষে ২৭ বছর বয়সে এসে ক্লে-কোর্টের কোন ফাইনালে উঠতে সক্ষম হয়েছেন। মরক্কো ওপেনের সেমিফাইনালে তিনি অস্ট্রেলিয়ার আয়লা টমলিয়ানোভিচকে হারিয়ে এখন শিরোপা জয়ের থেকে একধাপ দূরে। সেক্ষেত্রে তার বাধা গ্রিসের ষষ্ঠ বাছাই মারিয়া সাক্কারি। ২৩ বছর বয়সী এ গ্রীক তারকা সেমিতে বেলজিয়ামের এ্যালিসন ভ্যান উইটভ্যাঙ্ককে হারিয়ে দিয়েছেন। ৩ ডব্লিউটিএ জিতলেও এখন পর্যন্ত ক্লে-কোর্টে শিরোপা জেতা হয়নি তারও। ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ে ক্রমশ পেছাচ্ছেন কন্টা। এরপরও তিনিই ব্রিটিশ এক নম্বর মহিলা টেনিস তারকা। এই মুহূর্তে ৪৭ নম্বর র‌্যাঙ্কিংয়ে থাকলেও মরক্কোয় সময়টা বেশ ভালই কাটছে। ক্লে-কোর্টের বিবেচনায় বলা যেতে পারে ক্যারিয়ারের সবচেয়ে সফলতম আসর ইতোমধ্যেই হয়ে গেছে। কারণ এর আগে ক্লে-কোর্টে কখনও টানা দুই ম্যাচও জিততে পারেননি তিনি। অথচ এবার শেষ চারে উঠে আসেন। সেমিতে টমলিয়ানোভিচের বিরুদ্ধেও বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই খেলেছেন। প্রথম সেটেই তিনি ৪-১ ব্যবধানে এগিয়ে যান। এরপরই অনেকটা নিশ্চিত হয়ে যায় সেটটি জিততে চলেছেন তিনি। শেষ পর্যন্ত ৬-২ ব্যবধানে প্রথম সেট জিতে এগিয়ে যান কন্টা। তবে দ্বিতীয় সেটে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন টমলিয়ানোভিচ। মূলত আনফোর্সড এররগুলো কমাতে পেরেছিলেন বলেই এ অসি তারকা কঠিন লড়াই করতে পেরেছেন। শেষ পর্যন্ত টাইব্রেকে গড়ায় সেটটি। তবে কঠিন টাইব্রেক যুদ্ধ শেষে জিতে যান কন্টা। ১ ঘণ্টা ৩১ মিনিটের ম্যাচটি ৬-২, ৭-৬ (৯-৭) সেটে জিতে প্রথমবার কোন ক্লে-কোর্ট ফাইনালে পা রাখেন ব্রিটিশ তরুণী। গত দুই বছরে কোন ডব্লিউটিএ শিরোপা জেতেননি ক্লে-কোর্টে প্রথম ফাইনালে নামতে যাওয়া কন্টা। আর ২০১৮ সালের জুনে সর্বশেষ ফাইনাল খেলার পরও পেরিয়ে গেছে ১১ মাস। সেবার অস্ট্রেলিয়ান তারকা এ্যাশলেই বার্টির কাছে নটিংহ্যামের ফাইনালে হেরে গিয়েছিলেন। অবশেষে আবার ফাইনালে উঠলেন। এবার মোক্ষম সুযোগ তার ক্লে-কোর্টে শিরোপা খরা কাটানোর। এবার ফাইনালে সপ্তম বাছাই এ তারকাকে খেলতে হবে গ্রীক তারকা সাক্কারির বিপক্ষে। তিনি সেমিতে সরাসরি ৬-৪, ৬-৪ সেটেৃ হারিয়ে দেন উইটভ্যাঙ্ককে। অবশ্য সম্প্রতি সময়টা তেমন ভাল যাচ্ছে না সাক্কারির। গত বছরের শেষদিকে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিং ২৯ নম্বরে উঠলেও নেমে গেছেন বর্তমানে অনেকদূর। সম্প্রতিই ৮ ধাপ পিছিয়ে এখন তার র‌্যাঙ্কিং ৫১। অর্থাৎ এ দুই পিছিয়ে পড়া তারকার ফাইনালটি বেশ জমজমাট হবে বলেই ধারণা করা হচ্ছে। উভয়েই চাইবেন শিরোপা জিতে পরবর্তী সময়ের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে রাখতে।
×