ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফিক্সিংয়ের বিষয়ে আগেই জানতেন আফ্রিদি

প্রকাশিত: ১১:৪৬, ৫ মে ২০১৯

 ফিক্সিংয়ের বিষয়ে আগেই জানতেন আফ্রিদি

স্পোর্টস রিপোর্টার ॥ মাঠের মতো আত্মজীবনী ‘গেম চেঞ্জার’-এও ঝড় তুলেছেন শহীদ আফ্রিদি। যেখানে এমন সব বিষয় উঠে এসেছে যেটি আগে কখনও জানা জায়নি। নিজে স্বীকার করেন তার জন্ম ১৯৮০ নয়, ১৯৭৫ সালে। সে হিসেবে তার বর্তমান বয়স ৪৪ বছর। ১৯৯৬ সালে ১৬ বছর বয়সে করা আফ্রিদির কম বয়সে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড নিয়েও তাই প্রশ্ন উঠছে। পূর্বসূরি গ্রেট ওয়াকার ইউনুসকে ‘সাধারণ’ অধিনায়ক কিন্তু ‘ভয়াবহ’ কোচ হিসেবে উল্লেখ করে নতুন করে আলোচনার খোরাক যুগিয়েছেন ‘বুম বুম’ খ্যাত সাবেক পাকিস্তান উইলোবাজ। ভারতীয় তারকা গৌতম গাম্ভীরকে বলেছেন, ‘ব্যক্তিত্বহীন যে নিজেকে সবসময় জেমস বন্ড ভাবে!’ আত্মজীবনীতে আফ্রিদি আরও লিখেছেন, ২০১০ সালে লর্ডস টেস্টে মোহাম্মদ আমির, সালামান বাট ও মোহাম্মদ আসিফের সেই দুনিয়া কাঁপানো স্পটফিক্সিংয়ের বিষয়ে তিনি আগেই জানতেন। ইংল্যান্ডের বিপক্ষে ‘নো’ বলের মাধ্যমে করা ফিক্সিংয়ের বিষয় প্রথম জনসমক্ষে এনেছিল ব্রিটিশ সংবাদমাধ্যম নিউজ অব দ্য ওয়ার্ল্ড। ভয়ানক একটি অপরাধই সংঘটিত হতে যাচ্ছে- এটি বুঝতে পেরেছিলেন পাকিস্তানের সেই সময়ের সিনিয়র ক্রিকেটার আব্দুর রাজ্জাক, শহীদ আফ্রিদিরা। তবে তারা বিষয়টিকে পাত্তা দেননি এই ভেবে- এমনটি হয়তো কখনও বাস্তব রূপ নেবে না। আত্মজীবনীতে এ প্রসঙ্গে আফ্রিদি লিখেছেন, ‘এসএমএস ফাঁস হওয়াতেই সতর্ক হয়ে যায় নিউজ অব দ্য ওয়ার্ল্ডের প্রতিবেদক দল। এসএমএসগুলো পাওয়ার পর কোচ ওয়াকার ইউনুসকে দেখাই। দুর্ভাগ্যজনকভাবে সে এ বিষয়টি উচ্চমহলকে জানায়নি। কেন জানানো হয়নি? আফ্রিদির দাবি, ফিক্সিংয়ের তথ্যসমৃদ্ধ বার্তাগুলোকে বড় বিষয় হিসেবে দেখেননি তারা, ওয়াকার ও আমি দু’জনই ভেবেছিলাম- এসব এমন কোন বিষয় নয়। দেখে যত ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে আসলে ততটা না। মাজিদ (বাজিকর) ও খেলোয়াড়দের মধ্যে স্রেফ চালাকিপূর্ণ কথাবার্তা বলেই ভেবেছিলাম। কিন্তু খুদেবার্তাগুলো অনেক বড় কিছুর অংশ ছিল যা পরে গোটা বিশ্ব জানতে পারে। ঐ ঘটনা ঘটার আগেও সিনিয়র ক্রিকেটার আব্দুর রাজ্জাক আফ্রিদিকে এ বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু আফ্রিদি রাজ্জাকের কথাতেও কর্ণপাত করেননি, সেই বছর ওয়েস্ট ইন্ডিজে টি২০ বিশ্বকাপ চলাকালীন রাজ্জাক আমাকে আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিল, সালমান, আমির ও আসিফ ভাল কিছু করছে না। আমি তার কথা স্রেফ উড়িয়ে দেই। এসব তার কল্পনা বলে মনে মনে ভেবেছি, তাদের সন্দেহজনক আচরণ আসলে তারুণ্য ও অনভিজ্ঞতার প্রতিফলন। -যেন ক্রিকেটকে কলঙ্কমুক্ত করতে না পারার আক্ষেপ নিয়েই বলেছেন আফ্রিদি। বোঝাই যাচ্ছে আত্মজীবনী ‘গেম চেঞ্জার’ দিয়ে মাঠের বাইরেও ভালই ঝড় তুলেছেন বহুল আলোচিত এ পাকিস্তান ক্রিকেটার।
×