ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মনিকার সেই গোলটি এখন ফিফার সেরার তালিকায়

প্রকাশিত: ১১:৪৫, ৫ মে ২০১৯

  মনিকার সেই গোলটি এখন ফিফার সেরার তালিকায়

স্পোর্টস রিপোর্টার ॥ অনেকের মতেই বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের সেরা খেলোয়াড়টি হচ্ছেন মনিকা চাকমা। সুদর্শনা এই এ্যাটাকিং মিডফিল্ডারের গতি, ফুটবলীয় দক্ষতা আর গোল করা এবং গোল করানোর নৈপুণ্য চোখ ধাঁধানো। খেলেন মূলত বাঁ পায়ে। মাঝমাঠের অক্লান্ত কুশলী এক শিল্পী। সদ্য সমাপ্ত ‘বঙ্গমাতা অনুর্ধ-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ যে ৭টি গোল করেছে তার একটি এসেছে মনিকার পা থেকে। সেই গোলটি এখন ঠাঁই পেয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সেরা গোলের তালিকায়। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত গত ৩০ এপ্রিলের দ্বিতীয় সেমিফাইনালে মঙ্গোলিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল স্বাগতিক বাংলাদেশ। ম্যাচে ৩-০ গোলে জেতে বাংলার বাঘিনীরা। ম্যাচের প্রথম গোলটি করেন রাঙামাটির এই মেয়ে। ইনজুরি টাইমে (৪৫+১ মিনিটে) সতীর্থের বাড়িয়ে দেয়া বল হেড দিয়ে কিছুটা সামনে পাঠিয়ে নিজেই নিয়ন্ত্রণে নিয়ে বক্সের মাথা থেকে নয়নাভিরাম বাঁ পায়ের উড়ন্ত ভলিতে সেটা জালে পাঠিয়ে দলকে আনন্দের উপলক্ষ এনে দেন মনিকা চাকমা (১-০)। এক কথায় তার গোলটি ছিল অসাধারণ। এ রকম গোল দেখার সুযোগ সবসময় হয় না। ফলে দর্শক, ফুটবলপ্রেমী ... সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে গোলটির কথা। মনিকার করা সেই গোলটি জায়গা করে নিয়েছে ফিফার ভক্তদের পছন্দের তালিকায়। প্রত্যেক সপ্তাহে বিশ্বের ফুটবলভক্তদের কাছ থেকে সেরা মুহূর্তের ছবি, ভিডিও বা অন্যান্য পছন্দের কনটেন্ট চেয়ে থাকে ফিফা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা কনটেন্ট হ্যাশট্যাগের (#ডবখরাবঋড়ড়ঃনধষষ) মাধ্যমে ভক্তরা পাঠায় ফিফায়। প্রতি সপ্তাহে সেখান থেকে বাছাই করা সেরা পাঁচটি কনটেন্ট প্রকাশ করে ফিফা। এবারের সপ্তাহে ‘ফ্যানস্ ফেবারিট’ নামের ফিফার এই ক্যাটাগরিতে প্রকাশ পাওয়া পাঁচটি সেরা ঘটনার একটি মনিকার করা সেই বিস্ময়কর গোলটি। নিঃসন্দেহে মনিকার এই গোলটি ফিফার সেরা গোলের তালিকায় জায়গা পাওয়াতে বাংলাদেশের সুনাম বৃদ্ধি পেল বহুগুণে।
×