ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ আরচারিতে বাংলাদেশের লক্ষ্য শেষ আটে খেলা

প্রকাশিত: ১১:৪৫, ৫ মে ২০১৯

  বিশ্বকাপ আরচারিতে বাংলাদেশের লক্ষ্য শেষ আটে খেলা

স্পোর্টস রিপোর্টার ॥ ‘আরচারি ওয়ার্ল্ডকাপ : স্টেজ-২’ চীনের সাংহাইতে আগামী ৬-১২ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই আসরে বাংলাদেশ থেকে রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে পুরুষ ও মহিলা আরচারি দল অংশ নিতে শনিবার বিকেলে বিমানযোগে চীনের উদ্দেশে যাত্রা করে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে। এ উপলক্ষে শনিবার বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আরচারি ফেডারেশনের সহ-সভাপতি আনিসুর রহমান, সিটি গ্রুপের সিনিয়র ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার রুবাইয়াত আহমেদ, সহকারী সাধারণ সম্পাদক রশীদুজ্জামান সেরনিয়াবাত ও কামরুল ইসলাম এবং জাতীয় আরচারি দলের কোচ মার্টিন ফ্রেডারিক। এই প্রতিযোগিতায় ৪০ দেশের মোট ৩০০ তীরন্দাজ অংশ নেবেন। এদের মধ্যে আছেন বাংলাদেশের সাত আরচার। এদের মধ্যে রিকার্ভ ডিভিশনে ৪ পুরুষ ও ১ মহিলা এবং কম্পাউন্ড ডিভিশনে ১ পুরুষ এবং ১ মহিলা অংশ নেবেন। এরা হলেন : রুমান সানা (রিকার্ভ), তামিমুল ইসলাম (রিকার্ভ), হাকিম আহমেদ রুবেল (রিকার্ভ), ইমদাদুল হক মিলন (রিকার্ভ), বিউটি রায় (রিকার্ভ), অসীম কুমার দাস (কম্পাউন্ড) এবং সুস্মিতা বণিক (কম্পাউন্ড)। টিম ম্যানেজার কামরুল ইসলাম। জার্মান কোচ মার্টিন ফ্রেডারিক ছাড়াও আরেক কোচ হিসেবে আছেন জিয়াউল হক। বাংলাদেশ দলের প্রধান পৃষ্ঠপোষক সিটি গ্রুপ এবং সহযোগী পৃষ্ঠপোষক জাতীয় ক্রীড়া পরিষদ। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দুটি ডিভিশনে, রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশন। প্রতিযোগিতার ইভেন্টসমূহ হলো : রিকার্ভ ডিভিশনে পুরুষ একক, পুরুষ দলীয়, মহিলা একক এবং মিশ্র দলীয়। কম্পাউন্ড ডিভিশনে পুরুষ একক, মহিলা একক এবং মিশ্র দলীয়। প্রতিযোগিতার পদ্ধতি হলো র‌্যাঙ্কিং রাউন্ড ও ইলিমিনেশন রাউন্ড। প্রতিযোগিতার শূটিং দূরত্ব হচ্ছে রিকার্ভ ডিভিশন ৭০ মিটার ও কম্পাউন্ড ডিভিশন ৫০ মিটার। আরচারি ওয়ার্ল্ডকাপ দ্বিতীয় স্টেজে অংশ নিলেও প্রথম স্টেজে কেন অংশ নেয়নি বাংলাদেশ? কোচ মার্টিন এর উত্তরে জানান, স্টেজ ওয়ানে অবশ্যই বাংলাদেশ দলের অংশ নেয়ার ইচ্ছে ছিল। কিন্তু সেটা কলম্বিয়াতে অনুষ্ঠিত হয়। মূলত বেশি দূরত্বের কারণেই সেখানে যেতে চায়নি বাংলাদেশ। সে তুলনায় চীন অনেক কাছে। তাই দ্বিতীয় স্টেজেই অংশ নিচ্ছে আমরা।
×