ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৭ কেজি ওজনের মুকুট

প্রকাশিত: ১১:১৬, ৫ মে ২০১৯

৭ কেজি ওজনের মুকুট

থাই রাজা মাহা ভাজিরালংকর্ন আনুষ্ঠানিকভাবে মুকুট আহরণ করেছেন শনিবার। মুকুটের ওজন ৭ দশমিক ৩ কেজি। তার বাবা রাজা ভূমিবল আদুলাদেজ ২০১৬ সালে মারা যাওয়ার পর তিনি সাংবিধানিকভাবে রাজা হন। শনিবার স্থানীয় সময় সকাল ১০টা ৯ মিনিটকে মঙ্গলজনক সময় বিবেচনা করে ৬৬ বছর বয়সী ভাজিরালংকর্নের রাজা হিসেবে সিংহাসনে আরোহণের রীতি পালন শুরু হয়। এ সময়ে রাজা ভাজিরালংকর্ন পোশাক পরিবর্তন করে সাদা একটি পোশাক পরেন। এরপর তাকে শুদ্ধিকরণ ও অন্যান্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যেতে হয়েছে। এ জন্য সারাদেশের শতাধিক স্থান থেকে সংগ্রহ করা পবিত্র পানি ব্যবহার করা হয়েছে। অনুষ্ঠানে রাজাকে ৭ দশমিক ৩ কেজি (১৬ পাউন্ড) বিজয়ের মহান মুকুট হস্তান্তর করা হয়। তিনি সেটা মাথায় দেন। এরপর তিনি ন্যায়পরায়ণতার সঙ্গে রাজত্বের প্রতিশ্রুতি দিয়ে প্রথম রাজকীয় আদেশ জারি করেন। ৬৯ বছর আগে তার বাবা এ আনুষ্ঠানিকতা করেছিলেন। রাজত্বের প্রতীক হিসেবে তিনি পাঁচটি রাজদ- গ্রহণ করবেন। এর মধ্যে রয়েছে গ্রেট ক্রাউন অব ভিক্টরি। অধিকাংশ ব্রাহ্মণ ও বৌদ্ধরা শনিবারকে তাদের রীতি পালনের দিন হিসেবে বেছে নেন। এ অনুষ্ঠান চলবে সোমবার পর্যন্ত।-বিবিসি
×