ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আসাদ চৌধুরীর জন্মদিনে আনন্দ আয়োজন

প্রকাশিত: ১১:১৬, ৫ মে ২০১৯

আসাদ চৌধুরীর জন্মদিনে আনন্দ আয়োজন

স্টাফ রিপোর্টার ॥ ফুলেল ভালবাসায় সিক্ত হলেন বাংলা সাহিত্যের বরেণ্য কবি আসাদ চৌধুরী। কবির ‘পঁচাত্তর জয়ন্তী’ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার। প্রদান করা হয় সংবর্ধনা। তার বর্ণিল জীবন ও সাহিত্যকীর্তি নিয়ে আলোচনা করেন বিশিষ্টজনরা। শনিবার বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে কবি আসাদ চৌধুরী সংবর্ধনা পর্ষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মুহাম্মদ সামাদ ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। স্বাগত বক্তব্য দেন কবি আসাদ চৌধুরী সংবর্ধনা পর্ষদের আহ্বায়ক ও বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ফোকলোরবিদ শামসুজ্জামান খান। স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী। ধন্যবাদ জ্ঞাপন করেন সংবর্ধনা পর্ষদের সচিব বাদল চৌধুরী।
×