ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফণীর প্রভাবে এভারেস্ট বেজক্যাম্পের ২০টি তাঁবু উড়ে গেছে

প্রকাশিত: ১১:১৫, ৫ মে ২০১৯

ফণীর প্রভাবে এভারেস্ট বেজক্যাম্পের ২০টি তাঁবু উড়ে গেছে

জনকণ্ঠ ডেস্ক ॥ ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে শুক্রবার এভারেস্ট পর্বতের পাদদেশে বেজক্যাম্পের ২০টি তাঁবু উড়ে গেছে। উৎপত্তিস্থল পশ্চিম বঙ্গোপসাগর থেকে কয়েকশ’ মাইল দূরে ঘূর্ণিঝড়টির প্রভাব পরিলক্ষিত হয়। কাঠমান্ডু পোস্ট। ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই নেপাল সরকার সতর্কতা জারি করেছিল। পর্যটক ও এজেন্সিগুলোকে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়। দেশটির পর্যটন মন্ত্রণালয়ের হোটেল এ্যান্ড মাউন্টেনিয়ারিং বিভাগের পরিচালক মিরা আচারিয়া বলেছেন, ‘তীব্র বায়ুর প্রভাবে কয়েকটি তাঁবু ধ্বংস হয়ে যাওয়ার খবর আমরা পেয়েছি। সব পর্বতারোহনকারী ও তাদের সহায়ক স্টাফরা নিরাপদে আছেন। আবহাওয়া ভাল না হওয়া পর্যন্ত তাদের তৎপরতা বন্ধ রাখতে বলা হয়েছে। দেশটির পূর্বাঞ্চলে ঝড়ো বাতাসের সঙ্গে থেকে থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার খবর পাওয়া গেছে। নেপালের আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় ফণী সরাসরি আঘাত না হানলেও নিকটবর্তী অঞ্চল হওয়ায় এর পরোক্ষ প্রভাব সেখানে পড়েছে। উল্লেখ্য, ঘূর্ণিঝড় ফণী শুক্রবার মধ্যরাতে ভারতে ওড়িশা উপকূলে আঘাত হেনেছে।
×