ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আইনী লড়াইয়ে খালেদার মুক্তি হবে না ॥ রিজভী

প্রকাশিত: ১১:১৪, ৫ মে ২০১৯

আইনী লড়াইয়ে খালেদার মুক্তি হবে না ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ সরকার খালেদা জিয়াকে মুক্তি দেবে না বলে জানিয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশ করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়াকে মুক্ত করতে সবাইকে রাস্তায় নামতে হবে। শনিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে তাঁতীদল আয়োজিত প্রতীকী অনশন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অপর এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, আইনী লড়াইয়ে খালেদার মুক্তি হবে না। রিজভী বলেন, কারাগারে খালেদা জিয়ার জীবন নিয়ে আমরা আশঙ্কায় আছি। কারণ তিনি অসুস্থ। তাকে ধুকে ধুকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে। তাই সরকারকে বলব, সুস্থভাবে বাঁচার জন্য খালেদা জিয়াকে মুক্তি দিন। তাকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করুন। রিজভী বলেন, ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় সরকারের সঠিক ব্যবস্থাপনা না থাকায় এ পর্যন্ত ১৫ জন মানুষ মারা গেছে। সঠিক ব্যবস্থাপনা থাকলে তাদের মারা যাওয়ার কথা ছিল না। তিনি বলেন, আশ্রয়কেন্দ্রগুলোতে হাজার হাজার মানুষ রাখা হয়। কিন্তু তাদের জন্য রান্নার ব্যবস্থা করা হয়নি। অথচ সরকারের মন্ত্রী-এমপিরা বড় বড় কথা বলেছেন। তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রতীকী অনশনে আরও বক্তব্য রাখেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, তাঁতী দলের যুগ্ম-আহ্বায়ক বাহাউদ্দিন বাহার, ড. কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ। বেলা সোয়া ১১টায় শুরু হয়ে সোয়া ২টায় প্রতীকী অনশন শেষ হয়। বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল পানি পান করিয়ে তাঁতী দলের নেতাকর্মীদের অনশন ভাঙ্গান। আইনী লড়াইয়ে খালেদার মুক্তি হবে না- মাহবুব ॥ লড়াইয়ে খালেদার মুক্তি হবে না মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, তাকে মুক্ত করতে হলে রাজপথে আন্দোলন করতে হবে। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ‘জিয়া আদর্শ একাডেমি’ নামক একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খন্দকার মাহবুব বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আপোসহীন নেত্রী। তিনি যদি অন্যায়ের সঙ্গে আপোস করতেন তাহলে শুধু জেল থেকে মুক্তিই পেতেন না, অনেক আগেই তিনি দেশের প্রধানমন্ত্রীও হতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন। খন্দকার মাহবুব বলেন, প্রধানমন্ত্রীকে সংবিধান অনুযায়ী শপথ নিতে হয়- আমি প্রধানমন্ত্রী হিসেবে অনুরাগ বিরাগের উর্ধে থাকিব’। তাহলে বর্তমান প্রধানমন্ত্রী লন্ডনে যে খালেদা জিয়া সম্পর্কে বেফাঁস কথা বললেন তাতে তিনি শপথ ভঙ্গ করেছেন বলে আমি মনে করি। ‘লন্ডনে গিয়ে প্রধানমন্ত্রী ক্ষুব্ধ হয়েছেন। কারণ, তারেক রহমান নাকি তার লন্ডন সফরে বাধা সৃষ্টি করেছেন। এজন্য নাকি প্রধানমন্ত্রী বলেছেন তারেক রহমান যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে তার মা খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না।’ আয়োজক সংগঠনের সভাপতি আজম খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, দলের সহ-তথ্য বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী প্রমুখ।
×