ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারত-মিয়ানমার সীমান্তে ভূমিকম্প

প্রকাশিত: ১১:১৩, ৫ মে ২০১৯

ভারত-মিয়ানমার সীমান্তে ভূমিকম্প

জনকণ্ঠ ডেস্ক ॥ ফণীর রেশ কাটতে না কাটতেই ভারত সীমান্তে ভূমিকম্প হয়েছে। শনিবার বিকেলে এই কম্পন টের পাওয়া যায়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৪। কম্পনের প্রভাব পড়ে ভারত ও মিয়ানমারে। এনডিটিভি ভারতের নাগাল্যান্ডের মন থেকে ৯৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে শনিবার বিকেলে ভূমিকম্প টের পাওয়া যায়। ভূকম্পনের উৎসস্থলের গভীরতা ছিল ১শ’ কিলোমিটার। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। অবশ্য ভূমিকম্প সংক্রান্ত সতর্কবার্তা দিয়েছিলেন ভূতত্ত্ববিদরা। ৮ মাত্রার ভূমিকম্প হতে পারে বলেও পূর্বাভাস ছিল। বৃহস্পতিবার জারি করা সতর্কবার্তায় বলা হয়েছিল, সৌরজগতের অবস্থানগত কিছু পরিবর্তনের জন্য পৃথিবীতে এই ভূমিকম্প দেখা দিতে পারে। পরিভাষায় একে বলা হচ্ছে ক্রিটিক্যাল জিওমেট্রি। ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ডিট্রিনিয়াম জানিয়েছে, সৌরজগতে বুধ, মঙ্গল ও নেপচুন গ্রহের অবস্থানগত পরিবর্তনের সম্মিলিত প্রভাব পড়তে পারে পৃথিবীর ওপর। বিগত ৪৩ বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার এই দিকটাতে, গত এক সপ্তাহ ধরে এই নিয়েই চলছে সর্বত্র আলোচনা। একটা শক্তিশালী ঘূর্ণিঝড় শুধু ঝড়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট হয় জলোচ্ছ্বাস, ভারিবর্ষণের মতো দুর্যোগ, আবার তার থেকে কখনও ভূমিকম্পেরও জন্ম হয়। ফণী পরবর্তী ভারত-মিয়ানমারের নাগাল্যান্ড সীমান্তে রিখটার স্কেলের ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে এখনও পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
×