ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কৃষকের গলায় ছুরি

প্রকাশিত: ০৯:৩২, ৫ মে ২০১৯

কৃষকের গলায় ছুরি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজারে মোঃ আরিফ ওরফে রব্বানী (৫০) নামে ধান কাটার এক শ্রমিককে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। গুরুতর আহত কৃষক রব্বানীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে উপজেলার হাইজাদি ইউনিয়নের সিংহদী এলাকার এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, উপজেলার সিংহদী এলাকার মোতালেব ভুইয়া স্কুলের সামনে আহত অবস্থায় এক ব্যক্তি পড়ে আছে। এ খবর স্থানীয়দের কাছ থেকে পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় ওই শ্রমিককে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ৮ মাদক কারবারি আটক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড ও গোদনাইল এলাকা থেকে পৃথক অভিযানে ৮ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১ সদস্যরা। এ সময় ৪শ’ ২৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। আটককৃতরা হলোÑ মোঃ আবুল কালাম, কামরুন নাহার ওরফে পিংকি, মোসাঃ রাবেয়া ওরফে শুক্লা, মোঃ আবু ছালেক মিয়া, মোঃ শওকত খান, মোঃ শফিকুল ইসলাম, মোঃ আবু মুসা সিকদার ও মোঃ আঃ ছাত্তার গাজী। শুক্রবার বিকেলে ও শুক্রবার রাতে র‌্যাব-১১ সদস্যরা এ অভিযান চালায়। শনিবার বিকেল র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিন চৌধুরীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
×