ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শেরপুরে কৃষক হত্যা

ইউপি চেয়ারম্যান গ্রেফতার ॥ পিস্তল উদ্ধার

প্রকাশিত: ০৯:৩০, ৫ মে ২০১৯

ইউপি চেয়ারম্যান গ্রেফতার ॥ পিস্তল উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৪ মে ॥ নালিতাবাড়ীতে পিস্তলের গুলিতে চাঞ্চল্যকর কৃষক ইদ্রিস হত্যা মামলার প্রধান আসামি, স্থানীয় যোগানিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবিকে (৫৩) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে গ্রেফতারকৃত হবি চেয়ারম্যানের দেয়া তথ্য ও দেখানো মতে ওই হত্যাকা-ে ব্যবহৃত বিদেশী পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় শনিবার ইউপি চেয়ারম্যান হবিকে প্রধান আসামি ও ২ জনকে সহযোগী আসামি করে অস্ত্র আইনে পৃথক আরও একটি মামলা রেকর্ড হয়েছে নালিতাবাড়ী থানায়। এদিকে ওই অভিযানের বিষয়ে শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএমের তত্ত্বাবধানে নালিতাবাড়ী থানা পুলিশ তথ্য-প্রযুক্তির মাধ্যমে চাঞ্চল্যকর কৃষক ইদ্রিস হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হবির অবস্থান নিশ্চিত হয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর এলাকায় স্থানীয় থানা পুলিশের সহায়তায় অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে ইউপি চেয়ারম্যান হাবিবুর হবিকে গ্রেফতার হয়। এরপর জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকা-ে নিজের ব্যবহৃত পিস্তলের অবস্থান সম্পর্কে তথ্য দিলে তাকে নিয়ে রাতেই অভিযান পরিচালিত হয়। এক পর্যায়ে নালিতাবাড়ী উপজেলার জামিরাকান্দায় অবস্থিত তার তৃতীয় স্ত্রীর বসতবাড়ির একটি নারকেল গাছের গোড়ার মাটি খুঁড়ে ওই হত্যাকা-ে ব্যবহৃত বিদেশী পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করা হয়। ঝালকাঠিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ৪ মে ॥ রাজাপুরে পানিতে ডুবে সানিহা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের নিজামিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সানিহা উপজেলা সদরের মহিলা কলেজ এলাকার সৌদি প্রবাসী মোঃ শামিম খানের মেয়ে। নিহতের মামা মোঃ মারুফ লস্কর জানায়, সানিহা ওর মায়ের সঙ্গে দুইদিন আগে নানাবাড়িতে বেড়াতে এসেছিল। বন্যার কারণে পানি বৃদ্ধি পাওয়ায় ঘরের চারপাশ প্লাবিত হয়। শনিবার দুপুরে মা ও নানির সঙ্গে রান্নাঘরে খেলা করার সময় তাদের অগোচরে পানিতে পড়ে যায় সানিহা। পরে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×