ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফেঞ্চুগঞ্জ-গোলাপগঞ্জ সড়কে যান চলাচল ব্যাহত

প্রকাশিত: ০৯:২৯, ৫ মে ২০১৯

ফেঞ্চুগঞ্জ-গোলাপগঞ্জ সড়কে যান চলাচল ব্যাহত

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেটের ফেঞ্চুগঞ্জ গোলাপগঞ্জ সড়কের ইসলাম বাজারের কুরকুছি নদীর বাঁকে সড়কে ভাঙ্গন দেখা দেয়ায় যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। উত্তর জনপদের আঞ্চলিক এই সড়কটি ভেঙ্গে যাওয়ায় বিপাকে পড়েছেন দুই উপজেলার মানুষ। ফেঞ্চুগঞ্জ ইসলাম বাজারের কুরকুছি নদীর বাঁকে সড়কটি ভাঙ্গনের কারণে বন্ধ হয়ে গেছে গোলাপগঞ্জের সঙ্গে সরাসরি যান চলাচল। কিছুদিন পূর্বে অস্থায়ীভাবে সংস্কার করা হলেও তা কিছু দিন পর ভেঙ্গে যায়। ভেঙ্গে যাওয়া অংশে যান চলাচল না করায় যাত্রীরা মল্লিকপুর গাড়ি রেখে হেঁটে ভাঙ্গন এলাকা পার হয়ে ইসলাম বাজারে এসে আবার গাড়িতে উঠেন। বিকল্প সড়ক হিসেবে গ্রামের ভেতর দিয়ে ইলাশপুর সড়ক ব্যবহার করা গেলেও গ্রামের ছোট রাস্তায় সবধরনের যানবাহন চলাচল করতে পারেনা। এই এলাকার মানুষের ফেঞ্চুগঞ্জ সদরে যেতে হলে এই রাস্তার বিকল্প নেই। জরুরী ভিত্তিতে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের বিজ্ঞান শিক্ষার মান ও চর্চা বাড়ানোর তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। তিনি শুক্রবার রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করতে গিয়ে এ কথা বলেন। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশে উন্নত প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে এ ধরনের সম্মেলন বেশি বেশি আয়োজন করতে হবে। একই সঙ্গে দেশের শিল্প খাতে কর্মরত বিদেশীদের জায়গা যেন এদেশের শিক্ষার্থীরা নিতে পারে সে ধরনের পাঠ্যক্রম তৈরির পরামর্শও দেন তিনি। বাংলাদেশসহ ২০টি দেশের ৩৫০ জনেরও অধিক গবেষকের অংশগ্রহণে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং জাপান বাংলাদেশ রোবোটিক্স এ্যান্ড এ্যাডভান্স টেকনোলজি রিসার্চ সেন্টারের যৌথ আয়োজনে ৩-৫ মে ‘এ্যাডভান্স ইন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এ্যান্ড রোবোটিক্স টেকনোলজি’ বিষয়ে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন চলছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে। Ñবিজ্ঞপ্তি।
×