ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

একযুগেও যে সড়ক সংস্কার করা হয়নি-

প্রকাশিত: ০৯:২৮, ৫ মে ২০১৯

একযুগেও যে সড়ক সংস্কার করা হয়নি-

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে একযুগেও করা হয়নি একটি সড়কের কার্পেটিংয়ের কাজ। গুরুত্বপূর্ণ এই সড়কটির বেহাল চিত্র দেখে মনে হয় ডিজিটাল যুগে এখানে উন্নয়নের ছোঁয়া এসে পৌঁছাতে পারছেনা। অথচ সড়ক এলাকার জন্য এতই গুরুত্বপূর্ণ যে দুটি ইউনিয়নের ১৫ গ্রামের লোকজন প্রতিদিন এই রাস্তা দিয়েই তাদের স্কুল, কলেজ, হাট-বাজারসহ উপজেলা ও জেলার বিভিন্ন স্থানে যাতায়াত করতে হচ্ছে। উপজেলার বিবন্দী-তন্তর নামক সড়কটি এখন মানুষের চলাচলে অনুপযোগী হয়ে পড়লেও দেখার যেন কেউ নেই! জানা যায়, কুকুটিয়া ও তন্তর ইউনিয়নের বনগাঁও, বিবন্দী, টুনিয়ামান্দ্রা, ঝুলদী, বাগবাড়ী, পাঁচলদিয়া, মুসলিমপাড়া, রুসদী, পশ্চিম নওপাড়া, তন্তর, পুড়ারবাগ, উত্তরগাঁওসহ বিভিন্ন গ্রামবাসীর কাজেকর্মে বিবন্দী-তন্তর নামক সড়কটিই তাদের একমাত্র যোগাযোগ মাধ্যম। দুর্ভোগের শিকার এলাকার মানুষ যাতায়াতের প্রয়োজনে বিকল্প কোন মাধ্যম না থাকায় স্থানীয়দের প্রতিদিন ওই বেহাল রাস্তা দিয়েই চলাচল করতে হচ্ছে। এছাড়াও সড়ক ভাল না থাকায় এ অঞ্চলের পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রীদের ৩ কিলোমিটার হেঁটে রুসদী উচ্চ বিদ্যালয়ে তাদের যেতে হচ্ছে। অসুস্থ রোগী নিয়ে পরিবারের লোকজন হাসপাতালে যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হন। ওই রাস্তায় দুইটি ব্রিজ রয়েছে। ব্রিজের দুই পাশের মাটি সরে গিয়ে মরণ ফাঁদের সৃষ্টি হয়েছে। ব্রিজের সংযোগস্থলে মাটি সরে গিয়ে বিশাল ঢালের সৃষ্টি হয়েছে। যানবাহন দূরের কথা লোকজনকে ব্রিজে উঠতেই চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
×